নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কিছু কিছু সাহসীকতার দৃশ্য অন্য সবাইকে অবাক করে দেয়! যেমন রানা প্লাজার বাবু, জিহাদকে উদ্ধার করার জন্য কূপে নামতে চাওয়া সে উদ্ধারকর্মী ইত্যাদি ইত্যাদি,
.
আবার কিছু কিছু সাহসীকতার ঘটনা শত্রুকেও অবাক করে দেয়, তেমন একটি ঘটনা বলব একটু সংক্ষেপে,
.
শত্রুরা রোমে হামলা করছে, কিন্তু রোমে প্রবেশ পথে একটি ব্রীজ ছিল, সেই ব্রীজটি অতিক্রম করতে পারলে রোম দখল করতে পারবে শত্রুরা, ব্রীজটি ভেঙ্গে দিতে হবে, কিন্তু শত্রুরাও ব্রীজের কাছাকাছি চলে এসেছিল, এই মুহূর্তে দরকার ছিল কিছু সাহসী যুবকের!
.
এক পক্ষ ব্রীজ ভেঙ্গে দিবে, সাহসী যুবকেরা সম্মুখে যুদ্ধে করে শত্রুদের ব্রীজ ভেঙ্গে দেওয়া পর্যন্ত ব্যস্ত রাখবে কিন্তু ব্রীজ ভেঙ্গে গেলে তারা আর ফিরে আসতে পারবে না,
.
হোরেশিও নামে এক বীর যুবকদের উদ্দশ্যে দাড়িয়ে বলল, দেশ বাঁচাতে কে কে রাজী আছো, হোরেশিসহ মাত্র দুইজন রাজী হলো, শত্রু বাহিনীর বিশাল বাহিনীর সাথে তারা তিনজন প্রাণপ্রণে লড়াই করতে লাগলো, অবশেষে ব্রীজ ভাঙ্গা হয়ে গেলে তারা খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে মারা গেল,
.
এইদিকে রোমবাসী ঘটনার স্বাক্ষী হয়ে অশ্রু বিসর্জন করতে লাগল, নদীর ওপারে শত্রু পক্ষ তিন যুবকের সাহসিকতা দেশ প্রেম দেখে অবাক হয়ে গেল!
.
ক্ষুদিরাম, প্রীতিলতার কথা মনে আছে! যারা একাই ব্রিটিশদের বিরুদ্ধে দুর্গ হয়ে দাড়িয়েছিল,
.
এর পরে ভাষার জন্য সালাম,রফিক, বরকত, জব্বার, শফিকরা কিভাবে বুক পেতে দিয়েছিল, স্যার শামসুজ্জোহার বীরত্বের কথা কি বলব,
.
এভাবে একে একে বাংলাদেশের জন্ম হওয়া পর্যন্ত কিছু মানুষের সবার আগে নিজের বুক পেতে দেওয়ার মাধ্যমে স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন,
.
ছোটবেলা থেকে দেখে আসা ট্রেনের লাইন ভাঙ্গা দেখে লাল শার্ট নাড়ানো প্রতীকি শিশুটিও কম সাহসী নয়, এমন সাহসী অনেক মানুষদের গল্প অগোচরে থেকে যায়.. হারিয়ে যায়.. হোরিশিও সাহসীকতার মত ইতিহাসে নাম লেখা হয় না তাদের, তাদের প্রতি রইল, বিনম্র শ্রদ্ধা ৷
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭
আবদুর রব শরীফ বলেছেন: বসুন্ধরা আসলেই বারভোগ্যা
২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
অতঃপর আজ আমি বলেছেন: বিনম্র শ্রদ্ধা
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৪
সুমন কর বলেছেন: তাঁদের প্রতি রইল, বিনম্র শ্রদ্ধা ৷
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ, তাদের প্রতি রইল শ্রদ্ধা
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
হাসান মাহবুব বলেছেন: বসুন্ধরা, তুমি বীরভোগ্যা।