নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তুমি অন্যরকম বলনি/ভাবনি বলে কবিতা/সৃষ্টি হয়নি কতদিন!

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৫

যেখানে মানুষরা বিপদ দেখে সেখানে ইতিহাস রচনার করিগর'রা সুযোগ দেখে, তেমনি যে বিষয়টি আপনার ভাবনার মধ্যে পড়ে না তা অনেকের ভাবনার মূল বস্তু
.
সুপার টেস্টাররা আপনার চেয়ে বেশী স্বাদ বুজতে পারে
.
কারণ আমাদের জিহ্বাতে স্বাদ গ্রন্থি থাকে, এক ইঞ্চিতে কারো বিশ ত্রিশটা আবার কারো ত্রিশ চল্লিশটা স্বাদ গ্রন্থি থাকে, যাদের বেশী তাদের সুপার টেস্টার হওয়ার সম্ভবনা বেশী
.
সুপার টেস্টারদের কাছে লবনের স্বাদ আরো তিক্ত, মরিচের স্বাদ আরো ঝাঁঝালো মনে হয় তারা এগুলো কম সহ্য করতে পারে
.
তেমনি সব মানুষের বিবেক এক না, বিবেকের মধ্যে সুপার বিবেক আছে, যারা নিজেদের ছাড়িয়ে সমাজ/দেশ/বিশ্ব নিয়ে চিন্তা করে সময় কাটাতে পছন্দ করে
.
তারা সব কিছুর মধ্যে লাভ লস খুজে না, আপনি আপানার থেকে বের হয়ে যদি দেশ জাতীর সম্পদ না হতে পারেন তাহলে আপনি প্রপিট ছাড়া এক কদমও ফেলবেন না
.
আপনার সীমাবদ্ধতা গন্ডি সারে তিন হাতে দেহের মধ্যে, এখান থেকে আপনি বের হতে পারবেন না,
.
আপনি আপনি নিজ নিজ করে একদিন পৃথিবীর মায়া ছেড়ে আপনি চলে যাবেন, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন,
.
পৃথিবীর বুকে বেঁচে থাকা মানে মৃত্যুর পর আপনি কয়দিন বেঁচে থাকবেন সেটিকে বুজায়
.
"একটি কথা কি জানেন, একজন চিত্র শিল্পী যে দিন মারা যায় সেদিন তার চিত্র কর্মের দাম কয়েক গুণ থেকে কয়েকশত গুণ বেড়ে যেতে থাকে......"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.