নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দুই বন্ধু এক মেয়ের প্রেমে পড়েছে....
.
প্রথম বন্ধু, এক্সট্রা ভাব নিয়ে নিজেকে একটা কিছু জাহির করে করে কথা বলত
.
দ্বিতীয় বন্ধু, সর্বদা মেয়েটির চেহারা, নাক, কান, চুল, দুল, খোপার ফুলের প্রশংসা করত
.
ফলস্বরূপ মেয়েটি এখন দুই নং বন্ধু বউ(বাস্তব ঘটনার আলোকে)
.
কোম্পানির দুই জন ম্যানেজার তাদের সফলতা নিয়ে বক্তব্য দিচ্ছে,
.
প্রথম জন, 'আমি যখন দায়িত্ব নিই তখন অমুক/সমুক/তমুক করেছি আর তার হাত ধরেই আমি সফল হয়েছি'(সাইডে তার কর্মী বাহিনী বসা কিন্তু সব ক্রেডিট সে একাই নিচ্ছে, তার কর্মী বাহিনীর একজন আমাকে তার সম্বন্ধে কটু কথা বলে বলে ঘটনাটি বলছিল)
.
দ্বিতীয় জন, 'আমার যে আজকের এই সফলতা তাতে যাদের প্রশংসা পাওয়া উচিত তা আমার এই কর্মী বাহিনীর, তাদের অদম্য নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রমী মনোভাব না থাকলে আমি আজ সফল হতে পারলাম না (সঙ্গে সঙ্গে তার কর্মী বাহিনী তাকে দাড়িয়ে সেলুট এবং হাত তালি দিতে থাকল, প্রথম জনের কিছু কর্মী ও হাত তালি দেওয়া শুরু করল! খাইছেরে!
.
আপনি যদি কোম্পানির পরিচালনা পরিষদে থাকতেন এই দুইজনের বক্তব্য শুনে কি করতেন? আমি দ্বিতীয়জনকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিতাম!
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ, আসলে অন্যের কাজের ক্রেডিট দেওয়া মানে নিজের কাজকে আরো সমৃদ্ধ করা
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০
জাহিদ নীল বলেছেন: Sikha mulok post valo laglo