নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি দূরে চলে যাবো চিরতরে, তবুও আমারে দিবো না ভুলিতে...সেই ভুলিতে না পারার অধ্যায় আজকে থেকে শুরু হলো বাঙ্গালীর,
.
গতকাল কবি মারা গিয়েছিলেন, আজ থেকে সবার হৃদয়ে নব জন্ম লাভ করা শুরু করেছেন!
.
বিদ্রোহী কবিতা লেখার কারণে যে কবিকে কবি স্বীকৃতি দিতে কবিরা অপারগতা প্রকাশ করেছিলেন তখনি বিশ্বকবি রবি ঠাকুর তাকে স্বীকৃতি দিয়েছিলেন,
.
অনেক কবিদের কাছে স্বীকৃত না পাওয়া কবি হয়েছেন জাতীয় কবি আর হীরে চিনতে ভুল না করা রবি ঠাকুর হয়েছেন বিশ্ব কবি,
.
বাকীরা অনেকে কালের গর্ভে হারিয়ে গেছেন, কবিতাকে মেয়েদের হাতের চুরির কঙ্কন আওয়াজ থেকে তলবারের ঝনঝনানিতে নিয়ে এসেছিলেন নজরুল, শুরু হলো কবিতার বিপ্লব! শত্রুদের ফুল বাগান আক্রমণ করারা সময় যেন ফুলগুলো হয়ে গেল বুলেট, ঢালগুলো তলোয়ার,
.
অনেককে বলতে শুনেছি, একাত্তরে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি নজরুল ইসলাম আরো একদাপ এগিয়ে বুজিয়ে দিলেন, মিলিটারিতে অস্ত্র তলোয়ার জমা দিয়েছিলেন কিন্তু সময়ে চুরি পড়ে বসে থাকেননি, কলমটাকে তলোয়ার বানিয়ে ফেলেছেন!
©somewhere in net ltd.