নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দি বখাটে ছেলে এন্ড দি গার্লস কলেজ!

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭

কিছু কিছু ছেলেরা সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে! আর্লি টু রাইজ, আর্লি টু বেড টু মেকস এ ম্যান হেলদী এন্ড ওয়াইজ..
.
ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, মাঞ্জা মেরে সাজু গুজু করে তারা স্কুল/কলেজের বারান্দায় কাঁধ বাঁকা হয়ে দাড়িয়ে থাকে, তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত ধৈর্য পরীক্ষা
.
সালমান খান/শাহরুখ খানের মত মেয়েরা তাদের দেখে ক্রাশ খায় না তবুও তাদের বদ্ধমূল ধারণা তারা এক একটা বম্বের হিরো
.
আর্নেস্ট হেমিংয়ের বিখ্যাত বই দি ওল্ড ম্যান এন্ড দি সী বইয়ে একজন জেলে যে ধৈর্য পরীক্ষা দেয় তারা তাকে ও হার মানিয়ে বাসায় ফিরে,
.
পাখি দেখা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে তারা বাসায় এসে যখন খেতে বসে তখন সারাদিন টো টো করে ঘুরে বেড়ায় বলে বাবার দমক খেয়ে একটু অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়!
.
এলাকার মুরুব্বিদের চোখে তারা বখাটে, মেয়েদের চোখে ইভটিজিংকারী, সমাজের চোখে টো টো কোম্পানীর ম্যানেজার
.
তেমনি এক ছেলের স্বপ্নের মেয়ে শায়লার সাথে তার এলাকার একজন সরকারী চাকরিজীবী ছেলের বিয়ে ঠিক,টানা পাঁচ বছর সে শায়লাকে বুকে ধারণ করে আছে,
.
আজ স্কুলের বারান্দায় থাকে দেখা গেল না, তারও চোখে জল! সে ভাবছে কিছু একটা করলে আজ শায়লা তারও হতে পারতো,
.
যে শায়লার হাটার স্টাইল থেকে চুলের হেয়ার স্টাইল চেঞ্জ অবধি তার মুখস্ত সে শায়লা কি না জীবনে যে ছেলে তাকে একবার কি ভুলে দুইবার দেখেছে তার বউ হতে চলেছে!
.
আজ তার বাসা থেকে উচ্ছস্বরে একটি গান ভেসে আসতেছে, "বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়!
.
গল্পটি ছিল এমন! একজন বখাটের বুক ভেঙ্গে যাওয়ার গল্প!গল্পটি এখানেই শেষ হতে পারতো! এক সপ্তাহ পর সে আবারও কলেজের সামনে দাড়িয়ে আছে, নতুন শায়লার খুজে..........!
.
দি ওল্ড ম্যান এন্ড দি সী তে বৃদ্ধটি যে মাছটি ধরেছিল বলেছিলাম দীর্ঘ একশো পাতারও বেশী ধৈর্য পরীক্ষা দিয়ে মাছটি সে বাসায় নিয়ে আসতে পারে নি! তার কঙ্কালটি এনে বৃদ্ধটি সেটি দান করে দিয়েছিল, আর ছেলেটি ও গত পাঁচ বছরের স্মৃতি দান করে নতুনের পথে...দম আছে মাইরি!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.