নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ডিসকভারি'তে ছয়শত পাউন্ড(তিনশত কেজি) যাদের ওজন তাদের নিয়ে কিছু এপিসোড দেখে আসছি অনেক দিন ধরে,
.
আজকের মহিলাটির ওজন ছিল ২৪ বছর বয়সে ২৭৩ কেজি, দীর্ঘ সংগ্রামের পর প্রায় একবছরে সে কমিয়ে তা থেকে ১৮০ কেজিতে নিয়ে এসেছে
.
ওটা নিয়ে লিখতে বসি নি, যা বলতে চায় তা হলো তার ওজন বাড়ার পিছনে একটা কাহিনী আছে...
.
মেয়েটি বার বছর বয়সে ধর্ষিত হয়, এর পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, এই ঘটনাটি তাকে তাড়িয়ে বেড়ায়,
.
সে কোন কাজ করতে পারত না
.
কোন কাজে মন বসাতে পারত না
.
দুর্বিসহ স্মৃতিটা তাকে তাড়িয়ে বেড়াত
.
সারাক্ষণ বসে বসে কাঁদত
.
এক পর্যায়ে সে ভাবতে থাকে সে যদি অনেক মোটা হয়ে যেতে পারে তাহলে কোন পশুর কুদৃষ্টি তার দিকে পরবে না,
.
এর পরে ২৪ বছর পর্যন্ত এত মোটা হয় যে কারো সাহায্য ছাড়া কোন কাজ করতে পারে না, তার মৃত্যু ঝুকি দেখা দেয় সেখান থেকে প্রায় এক বছর সাধনা করে ১০০ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছে!
.
যৌন নির্যাতন একটা মেয়ের উপর যে কতবেশী প্রভাব বিস্তার করতে পারে শারীরিক মানসিকভাবে তা একজন পুরুষ কখনো বুজতে পারবে না তা স্বীকার করতে বাধ্য হলাম ৷
.
আমার আগে ধারনা ছিল আমেরিকার মেয়েদের কাছে এগুলো কোন ব্যাপার না কিন্তু আমার ধারণা ভুল ছিল... মেরিকাতে অনেকগুলো পুর্নবাসন কেন্দ্র আছে যেগুলো তে অনেক কিশোরী যন্ত্রণা নিয়ে বেড়ে উঠছে, সম্প্রতি বিশ্ব বিখ্যাত মেজেসিয়ান ডায়নামো ওদের হাসি মুখি করার জন্য তার মধ্যে একটিতে ম্যাজিক দেখাতে গিয়েছিল.. ম্যাক্সিমাম মেয়ে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অত্মহত্যা করে, তারা যেন সুইসাইড না করে সেদিকে খেয়াল রাখে ফাউন্ডেশনগুলো, ভাবলেই চোখে জল আসে....!
২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম..... ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য....!
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪
আবদুর রব শরীফ বলেছেন: একদম, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ৷
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: একদম, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ৷
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১
মো কবির বলেছেন: ওরাই আবার আমাদের দেশে নারীর অধিকার নিয়ে চিগলা চিগলি করে। আসলে ওরা চাঁচ্ছে আমাদের দেশ ওদের মতো হয়ে যাক।
ঐ যে শেয়ালের লেজ কাটার ঘটনার মতো।