নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত \'শ্রদ্ধা/ভালবাসা নামক রত্নটি মানুষের হৃদয়ে তালাবদ্ধ!

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৬

সেই ফার্স্ট ক্লাস সুন্দরী একটি মেয়ের তৃতীয় বার বিয়ে ভেঙ্গেছে, চতুর্থ বারের জন্য পাত্র খোঁজা হচ্ছে, কাহিনী খুঁজতে গিয়ে দেখলাম চেহারার সুশ্রী'র সাথে আচরণের বৈপরীত্য যোজন যোজন দুরত্ব,
.
এমার্সনের একটি কথা মনে পড়ে গেল, "একটা সুন্দর মুখের চেয়ে একটা কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর ৷"
.
একজন মানুষের রূপ যৌবন শ্রীবৃদ্ধি চিরকাল ঘটে না, গোধূলিকালীন যেমন সূর্য অস্তমিত হওয়ার প্রস্তুতি নেই তেমনি একজন মানুষের গৌরব চক্র ও একটি চক্রাকারে আবর্তিত হয়,
.
সহধর্মিনীর রূপ কখনো তার ঘ্যানর ঘ্যানরকে ছাপিয়ে যেতে পারবে না, এই ছোট খাট বিষয়গুলো পারিবারিক অশান্তির একটি মূল কারণ,
.
স্যার হেনরী সিডৃনী তার পুত্র ফিলিপকে বলেছিলেন, 'তুমি বড় বংশে জন্মেছ, বিনয় ও চরিত্র-মহিমায় তোমাকে তা প্রমাণ করতে হবে, তোমার সৎস্বভাব তোমার বিনয় নম্র ব্যবহার, তোমার সত্য প্রীতি,তোমার উচ্চকুলের পরিচয় দিবে ৷ পিতার নাম করে যেন তোমাকে বড় বংশের লোক বলে পরিচয় দিতে না হয় ৷'
.
আমাদের চিরাচরিত প্রবাদ বাক্য তো আছেই, ব্যবহারে বংশের পরিচয় ৷ কিন্তু ইদানিং মানুষ খারাপ ব্যবহার দিয়ে উল্টো আরো গর্ব বোধ করে, একটি বিষয় হচ্ছে, আপনি একটি মানুষকে থাপ্পড় দিলেন, সে চুপ করে আছে কিন্তু তার মনের কথা ভেবে দেখেছেন, সে কি ভাবছে আপনার সম্বন্ধে জানলে হয়ত খুনই করে ফেলতেন তাকে!
.
একটা মানুষের স্বার্থকতা অন্যের মনের মধ্যে বেঁচে থাকার মধ্যে, ভয় ভীতি, আভিজাত্য দেখিয়ে আমরা অন্য একটি মানুষের সালাম কালাম নিতে পারবো কিন্তু শ্রদ্ধা/ভালবাসা কখনো পাবো না, হৃদয়ের আবেগ, শ্রদ্ধা এগুলো জয় করে নিতে হয় ৷

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.