নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুখের প্রফেসর হবেন? খুব সোজা!

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০১৫' অনুযায়ী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সুখী দেশ বাংলাদেশ যদিও পৃথিবীর বিচারে তা সেঞ্চুরি ছাড়িয়ে.. তর্ক বিতর্ক করবো না, সুখের সন্ধানে কিছু লেখার প্রয়াস!
.
সুখের জন্য প্রথম যে জিনিসটি দরকার তা হলো তৃপ্তি, অর্থনীতি ছাত্র হিসেবে যে জিনিসটি শিখেছি, অভাব অসীম, অসীম আর অসীম....!
.
এক জীবনে আপনার দশটি বাড়ি দশটি গাড়ি দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না!
.
লেটেস্ট লেটেস্ট লেটেস্ট কিছু চায় আপনার
.
কারণ অর্থনীতি আপনাকে শিখাবে আপনার দৃষ্টি সব সময় আপনার উপর জনের দিকে রাখবেন
.
আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!
.
ঐ যে মানুষটার প্রতি দুবেলা দুমুঠো অন্য আর একটু মাথা লুকানোর ঠাঁইয়ের জন্য যে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে
.
অথবা ঐ মানুষগুলোর প্রতি হাসপাতালের বেডে শুয়ে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একটি বেশী দিন বাচার জন্য
.
ডেভিট জে.শ্বার্টজ তার ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই "উচ্চাকাঙ্খার ম্যাজিক " বইয়ে অনেক উচ্চাকাঙ্খা নিয়ে আলোচনা করেছেন
.
কিন্তু তার বইটি তিনি তার ছেলেকে উৎসর্গ করেছেন, নোটটি তুলে ধরলাম,
.
"কিন্ডার গার্ডেন পাশ করার পর আমাদের ছয় বছরের ছেলে ডেভিড রীতিমত গর্ববোধ করছিল ৷ আমি ওকে প্রশ্ন করলাম বড় হয়ে কি হতে চায়?

গভীর মনযোগ সহকারে এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল,
'বাবা আমি প্রফেসার হতে চাই '

'প্রফেসর? কিসের প্রফেসর? 'আমি প্রশ্ন করি ৷

ও জবাব দিয়েছিল, 'আমি সুখের প্রফেসর হতে চাই ৷'
.
সুখের প্রফেসার! ইচ্ছেটা মন্দ নয়, তাই না?"

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

গ্রীনলাভার বলেছেন: )

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.