নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জার্নি বাই বাস/ট্রেন/প্লেন যে কোন একটা সিলেবাসে থাকবে না, সেটা কি ভাবা যায়!?
.
তবে দিক দর্শন সাজেশন গাইডে একটা শিখে তিনটার উত্তর দেওয়ার অদ্ভুত এক ফর্মুলা ছিল, শূন্যস্থানে শুধু বাস/ট্রেন/অথবা প্লেন লাগিয়ে দিলেই হলো!
.
তবে "জার্নি বাই বাস" আমার দেখা মতে শ্রেষ্ট রচনা, বাস্তব জীবনে যা হারে হারে টের পাওয়া যায়, কারণ প্রথম লাইনে যা থাকে তার বাংলা, বাস ভ্রমণ খুবই উপভোগ্য/স্মরণীয়/চমকপ্রদ!
.
ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে কিভাবে সেটাকে উপভোগ করতে হয় ছোটবেলা থেকে আমরা তা শিখে আসছি,
.
কত সুন্দর কেউ হেডফোন দিয়ে গান শুনছে!
.
কেউবা বসে বসে A টু Z পত্রিকা পড়া শেষে জানালা দিয়ে আনমনা হয়ে কি যেন দেখছে!
.
কেউ রাজনীতির ইতিবৃত্ত বলে সেই কবে শেষ করে বসে কলার ঠিক করছে!
.
মসজিদের সামনে বাস জেমে পড়াতে একজন জুম্মার নামাজ পড়ে আবার সেই গাড়িতে উঠে মিষ্টি হাসি দিচ্ছে!
.
ত্রিশটাকা রিচার্জ করে পঁয়তাল্লিশ মিনিট বোনাস পাওয়া ছেলেটি কি আনন্দে মিনিট কাজে লাগানোর অভিব্যক্তি প্রকাশ করছে!
.
না জানি কত ক্ষোভ জমা ছিল তার মনে! সব বাস কন্টাকদারের উপর প্রকাশ করে কি যেন বিড়বিড় করে বলেই যাচ্ছে!
.
অন্যজন কিছুক্ষণ পর পর সুরের তালে চিৎকার করে উঠছে! 'ফিরিয়ে দাও! আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও! ইয়া ইয়া আ..! '
.
জার্নি বাই বাস লিখে কে কত পেয়েছিল জানি না, তবে বাস্তব জীবনে সবাই দশে দশ! জার্নি বাই বাস ইজ সো ইনজয়এবল....! লাইফ ইজ জার্নি বাই বাস, ইউ কেন নেবার ইগনোর!
©somewhere in net ltd.