নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অসুস্থ প্রতিযোগিতার শেষ পেরিয়ে মানবতা খুঁজে ফিরি আমরা! পাবো কি?

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

মানুষ যে পথে গিয়েছে, সে পথেই যে তোমাকে চলতে হবে তা নয় ৷ যে পথে চলে হাজার মানুষের দুঃখের মীমাংসা হয়নি, হতাশাগ্রস্থ যুবক আশার আলো পায়নি, তোমার নিজের মনের প্রশান্তিও আসে নি, অন্যের দেখাদেখি তুমিও কেন সে পথে চলো!
.
তোমাকে নতুন পথ খুঁজে নিতে হবে বন্ধু, যে পথে কেউ যায় না তেমন, সেই পথে তুমি চল, জীবনের সন্ধি জীবনের সাথে করতে হবে,
.
এ জগতে তোমার মত/পথ/রথ/ভ্রত'কে অনেকে ছোট বলে ঘৃণা করতে পারে, তুমি যেন ঘৃণা না করো, শুধু সেটাই নয়, তোমার মানুষ্যত্ব/বিবেক যেন ঘৃণা করার অবসর না পায়!
.
ডাঃ লুৎফর রহমানের কথাটি মনে আছে? "মিথ্যা সম্মানের জন্য কি পল্লীর দরিদ্র ঘরের সতী কুলবধূ চরিত্রহীনা বড়লোকদের বিলাসিনী পতিতা বন্ধুদের স্বর্ণালঙ্কার ও বহুমূল্য পোশাক-পরিচ্ছেদ পড়তে চাই!!!??? "
.
আমাদের সমাজে আজ সবার একটি লক্ষ্য দাড়িয়ে গেছে, যেভাবে হোক, যে উপায়ে হোক অঢেল টাকা পয়সার মালিক হতে হবে! মাছ/ফল বিক্রেতাও কিছু বেশী লাভের জন্য ফরমালিন সহ যত্র তত্র অন্য কীটনাশক ব্যবহার করছে!
.
এমন কি ঔষুধের লেভেল মনোগ্রাম নকল করে অত্যধিক প্রয়োজনীয় জিনিসটিকে বেশী মুনাফা আশায় নকল করে বাজারে ছেড়ে দিচ্ছে!
.
সেদিন ৩৬০ ডিগ্রী অনুষ্ঠানে দেখলাম কিভাবে পুরাতন প্রসাধনীর বোতল কালেক্ট করে এসিড সমৃদ্ধ কসমেটিকস ভরে বিক্রী করা হচ্ছে,
.
এমন কি শিশু খাদ্যও নিস্তার পাচ্ছে না! এত এম নিচে পৌছার সিড়ি মাড়িয়েছি আমরা বলে শেষ করা যাবে না! কাকে মেরে কে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হবে সেই প্রতিযোগিতা যেন জগতের সমস্ত প্রতিযোগিতাকে হার মানিয়েছে!
.
একাত্তর সালের পরের বাইশ জন কোটিপতি থেকে বাইশ হাজার কোটিপতি ছাড়িয়ে গেছে দেশ! ভেবে দেখছ কি! যে মানবতার বুলি আমরা প্রতিনিয়ত আওড়ায় তা থেকে আমরা প্রতিনিয়ত যোজন যোজন দূরত্বে যায় ক্রমে সরে সরে, হয়ত এত বেশী দূরত্বে চলে এসেছি! কথাগুলো মেনে নিতেও আজ বিবেকে ভোঁতা অনুভূতি হয়!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.