নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জাগো বাঙ্গালি জাগো!

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

আপনি যদি এক পা'য়ে সিঙ্গেল অবলম্বনের উপর দাড়ান তাহলে শরীরের ভারসাম্য ঠিক রাখতে তিনটি জিনিস দরকার চোখ,কান,মস্তিষ্ক..
.
এদের যে কোন একটি যদি আপনি কাজে না লাগান তাহলে ভারসাম্য ঠিক রাখতে পারবেন না, হ্যা পারবেন যদি আশে পাশে সামান্য একটু সাপোর্ট থাকে, সেটি জাস্ট টাচ করলে(ধরবেন না) ও আপনার ভারসাম্য অনেকটা ফিরে আসবে..
.
তেমনি জীবন চলার পথে প্রতিনিয়ত আমরা ছিটকে পড়তে থাকি, তখন কারো একটু অনুপ্রেরণা/আশা/সাপোর্ট আমাদের জীবনটাকে পাল্টে দেয়..
.
একটি সন্তান যখন মাত্র হাটা শিখছে তখন সে হাটতে গেলে হোচট খেয়ে পড়ে, সেই মুহূর্তে বাবা'র তর্জনী আঙ্গুল ধরে সে ঠিকি হাটতে পারে,সেটি তাকে আস্তে আস্তে সাহস জুগিয়ে দেয়,
.
আরেকজন মানুষ ছাড়া আপনি নিজের অস্তিত্ব বুজতে পারবেন না, তেমটি ইন্দ্রিয়ের ক্ষেত্রে, জিহ্বা দিয়ে খাবারের টেস্ট নিলেও গবেষণায় প্রমাণিত খাবারের ৮০% স্বাদ নির্ধারণে ভূমিকা রাখে নাক এবং খাবারের ঘ্রাণ মস্তিষ্কে গিয়ে অনেকটা বেশী ভূমিকা রাখে কি খাচ্ছেন সেটা বুজতে,
.
আমাদের শরীলও আমাদের একতার শিক্ষা দেই, রূপলালের গল্পটি মনে আছে, সে সমাজের বিভিন্ন অশান্তিতে একা থাকার জন্য জঙ্গলে যায়, কিন্তু সেখানে সে একা থাকতে পারে না, ইদুর তাড়ানোর জন্য বিড়াল এভাবে একে একে তার সংসারে নতুন সদস্য যোগ হতে থাকে অবশেষে সে বুজতে পারে একা থাকা সম্ভব না সুতরাং সে আবার গ্রামে ফিরে আসে...
.
'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে'....গানটি শুনতে শুনতে যখন বোরিং হয়ে যাবেন তখনি...'একা একা কেন ভাল লাগে না, কোন কাজে মন কেন বসে না'.... তারপর 'আমি তো প্রেমে পড়ি নি! প্রেম আমার উপর পড়েছে..আমাকে ভেঙ্গে ছুড়ে....' মহাশয় একদিন উদাহরণ দিলাম, পালিয়ে যাবেন কোথায়?
.
তার চেয়ে ভাই ভালো, একা থাকার চিন্তা, অভিমান ছাড়ো, কিভাবে সুন্দর সমাজ/পরিবার গঠন করা যায় তা নিয়ে ভাবো, জাগো পরিবার ভাঙ্গার কূট প্রেরণা ভাঙ্গার হিন্দি সিরিয়ালের বিরুদ্ধে জাগো.. জাগো বাঙ্গালি জাগো ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.