নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ বন্ধু রঙ্গ (হাসতে মানা)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

চার বন্ধু মিলে ঠিক করল, প্রতিদিন সকালে উঠে ইয়া দৌড়াতে হবে, সবাই মিলে গোল টেবিল বৈঠকে বসল, কার কি দায়িত্ব এটা নিয়ে,
.
প্রথম বন্ধুর দায়িত্ব পড়ল সকালে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার, কারণ তার বাবা নিয়মিত ফজরের নামাজ পড়ে তাকে ও ডেকে দেয়, সুতরাং পরের দিন সকালে উঠে সে দৌড়ে গেল বাকী তিনজনকে ঘুম থেকে উঠাতে,
.
দ্বিতীয় বন্ধুকে শীতের সকালে ঘুম থেকে উঠানো যাচ্ছে না! উঠবো উঠবো বলে বিশ মিনিট, তারপর জুতা মোজা পড়তে দশ মিনিট কাটিয়ে দিল..
.
তৃতীয় বন্ধু ঘুম থেকে উঠে সুয়েটার পড়ল,তার উপর জ্যাকেট, মুখে মাস্ক পড়ল, গলায় মাফলার, হাতে মৌজা পা'য়ে জুতো পড়ে রেডী
.
চতুর্থ বন্ধু হালকা পাতলা উঠে কোন রকম চোখ মুচে বলল, বন্ধু আজকে না দৌড়ালে হয় না!
.
অবশেষে সবার সেইইই প্রস্তুতি...
.
এভাবে চারজন এক ঘন্টা লাগিয়ে দিলো মাঠে যেতে যেতে, মাঠে গিয়ে একজন ইয়া দৌড়ের জন্য ওয়ার্ম আপ করতেছে, অন্যদের বলতেছে, কিরে দৌড়াবি না!
.
এক জন বলল, বন্ধু এই শীতে এত কাপড় চোপড়ে পরে দৌড়ানো যায়? আমি দৌড়াবো না, পারতেছি না বলে বসে বসে হাত পা নাড়াচ্ছে
.
অন্যজন বলল, ভাই আমি এমনে ও চিকনা মানুষ, আগামী দুই বছর না দৌড়ালেও হবে তোমরা দৌড়াও..
.
আরেকজন বলল, ভাই সাইনাস বেড়ে গেছে দৌড়াতো পারবো না, বাকী জন কোন রকম এক চক্কর দিয়ে তারপর চারজন মিলে বসে বসে আড্ডা দিতে লাগলো..
.
তারা সবাই মিলে এবার আবার দৌড়ানোর প্লান করতেছে, জানি না এক বছর পর তারা আদৌ সফল হবে কি না! তাদের সাথে এবার এই অদমও যোগ হবে চিন্তা করতেছে.. আমরা আমরাইতো....

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

রাতুল_শাহ বলেছেন: হুম

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৫:৪০

প্লাবন২০০৩ বলেছেন: আমরা আমরাইতো....

:D

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান :)

৩| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বদ্দা গম অইয়ে........

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ বদ্দা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.