নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রশংসা সবি কেবল তোমারি, রব্বুল আলামীন!

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪১

তৎকালীন আরবের লোকেরা আবু জেহেলকে আবু হেকেম(মহা জ্ঞানী) বলত, মহানবী (সঃ) প্রমাণ করলেন সে আসলে মহা মূর্খ,
.
একবার আবু জেহেল অহংকার বশত মহানবী (সঃ) কে বললেন, তুমি যে নিজেকে নবী দাবি কর, তার প্রমাণ কি, আমার হাতের মুঠোয় এখন কি আছে এটি যদি বলতে পারো তোমাকে নবী স্বীকার করে নিবো,
.
মহানবী (সঃ) বিনয়ের সহকারে বললেন, চাচা আপনার হাতে কি আছে তা আমি বলব? না আপনার হাতের জিনিসটি বলবে আমি কে? তারপর আবু জেহেলের হাতে লুকানো পাথরটি বলে উঠল, হযরত মোহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল...
.
কি ভাবছেন? এরপর কি আবু জেহেল আমাদের প্রাণ প্রিয় নবী, নয়নের মনি মোহাম্মদ (সঃ) কে নবী মেনে নিল? ভুল, আবু জেহেল অট্ট হাসি দিয়ে বলে উঠল, বাব্বারে বাবা! দুনিয়াতে এত যাদুকর দেখছি! আবদুল্লাহ পুত্র মোহাম্মদের মত এত বড় যাদুকর দেখি নাই!(নাউযুবিল্লাহ)
.
একটা গল্প বলি সংক্ষেপে, এক লোক অমুকের ছেলেকে দেখতে পারে না, তো সেই ছেলের নার্সারী ভর্তি পরীক্ষা, তো ওই লোক 'হেতের পোলা জীবনে স্কুলে ভর্তি হইতে পারবো না,' স্কুলে ভর্তি শেষ পিএসসি পরীক্ষা, তো ওই লোক, 'হেতের পোলা জীবনে পিএসসি পাশ করেতে পারবো না,' পিএসসিতে পাশ করে জেএসসি পরীক্ষা দিল, ওই লোক 'হেতের পোলা জীবনে জেএসসি পাশ করতে পারবো না,' এভাবে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশ করার সময়ও ওই লোকের কমন ডায়লগ, 'মাস্টার্স এত সোজা না! হেতের পোলা জীবনে মাস্টার্স পাশ করতে পারবে না, ' মাস্টার্স দিল এবার বলে, 'হেতের পোলা আবার জব পাবে? ' জব ও পেল কিন্তু এবার, 'হেতেরে পোলারে কোন মাইয়া বিয়ে করবো না! '
.
পরিশেষে ওই লোকের মেয়ে একদিন পালিয়ে ওই ছেলেকে বিয়ে করে এখন সুখে শান্তিতে বসবাস করছে, কিন্তু প্রথম প্রথম মেনে না নিলে ও এমন ছেলে মেনে না নিয়ে পারে, এখন ওই লোকের কমন ডায়লগ, 'মাশাল্লাহ জামাই বাবা আমার সেইইই........' কারণ এখন তার মনে আর আগের হিংসা/অহংকার নেই ৷'
.
যা বলতে চাচ্ছিলাম, যারে দেখতে নারি তার চলন বাঁকা, যতক্ষণ পর্যন্ত আপনার মনে হিংসা/অহংকার থাকবে, এগুলো ছেড়ে দিয়ে বিনয়ী না হওয়া পর্যন্ত জগতে কেউ জ্ঞানী হতে পারে নি, কথায় আছে বেশী ফল দেওয়া গাছ ফলের ভারে নুয়ে পড়ে, মহা জ্ঞানীদের একটা বোধ উপলব্দি থাকে, 'মাহাসমুদ্র/মহাবিশ্বের আমি কিছুই জানি না, হয়ত সমুদ্র তীরে বালুকনা কুড়িয়ে নিচ্ছি এখনো, মহা সমুদ্রের ধারে কাছেও পৌছতে পারি নি অথবা মহাবিশ্বের...'
.
যে মনে করে আমি জেনে গেছি/বুজে গেছি সে আসলে মহা মূর্খ, জ্ঞানী মানুষের তৃপ্তি থাকে না, সর্বদা অতৃপ্তিতে ভুগে ভুগে হয়ে উঠে বিনয়ী,অহংকার, হিংসামুক্ত কারণ অহংকার একমাত্র মহাবিশ্বের যে প্রতিপালক তারি করা সাজে.... ৷

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশংসা সবি কেবল তোমারি, রব্বুল আলামীন
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.