নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কিছু কিছু মানুষ আছে যারা অকারণে আপনাকে ভালবাসবে, আপনি তাদের ভালবাসার মর্যাদা দিলেও আপনাকে ভালবাসবে, মর্যাদা না দিলেও, আপনাকে ভালবাসার জন্য তাদের জন্ম, এই ক্যাটাগরিতে সবার আগে থাকে মা-বাবা, তারপর অন্য কেউ,
.
আমি এক বৃদ্ধ মহিলাকে জানি, তার সন্তানরা কেউ তার খোঁজ রাখে না, তবুও সে তার সন্তানদের গল্প বলে, তার চোখে মুখে আনন্দ চিকচিক করে, সেই ভালবাসার কাছে ক্ষোভ যেন কিছুই না
.
বৃদ্ধাশ্রমে যারা আছে তারা কখনো এই দোআ করে না যে তাদের ছেলে মেয়েদের একই করুণ পরিণতি হোক, সন্তানরা সুখে থাকবে বলে তারা নামায পড়ে দুই হাত ভরে দোআ করে নাহলে মা-বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারত না,
.
বেপারটা জানাশুনা গল্পের মত, একবার এক সন্তানের দুইজন মহিলা দাবিদার ছিল, তারা দুইজন একটি সন্তানের দাবিদার হয়ে বিচার চাইতে গেল বিচারকের কাছে, বিচারক বলল, সমাধান একটাই সন্তানকে দুই ভাগ করা হবে, এটা শুনে প্রকৃত মা চিৎকার করে বলে উঠল,আমার সন্তানের দরকার নেই, মায়ের কাছে সন্তান পৃথিবীতে বেঁচে আছে থাকবে সেটাই সুখ, বিচারক বুজতে পারল উনি প্রকৃত মা..
.
একশ বছর পেরিয়ে ও ভিক্ষার ঝুলি কাধে নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ ভিক্ষুক মেহের আলীকে এই প্রশ্নটি করেছিলাম, কোন সন্তান তার খোঁজ খবর না নিলেও তার সন্তানদের প্রতি ভালবাসার বিন্দু মাত্র ঘাটতি নেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে সে সন্তানদের বারে বারে খুঁজে নেয়,
.
একবার গ্রামে এক বাবাকে দেখলাম লাঠিতে ভর করে করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাটাহাটি করতে, দাদু এই শরীল নিয়ে বাহিরে দাড়িয়ে থাকার একটি কারণ, সন্তান গ্রামে ঈদ করতে আসবে,তার প্রতীক্ষা যেন শেষ হয় না..
.
বৃদ্ধ বয়সে বাবারা সন্তান হয়ে যায়, ঠিক তখনি আমাদের উচিত সেই মাসুম বান্দা সন্তানগুলো বুকে আকড়ে ধরে রাখা যেমনি তারা আমাদের ছোট বেলায় রেখেছিলেন, আল্লাহ আমাদের সবাইকে সেই তৈফিক দান করুক!
২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৭
ঢাকাবাসী বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৮
রুমি৯৯ বলেছেন: ভালো লাগলো
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
ভালো