নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নীলা তুমি বিয়ের দিন লাল শাড়ি পরবে না, কারণ মেয়েরা নাকি লাল শাড়ি পড়ে স্বামীকে বিয়ের দিন এক নং বিপদ সংকেত দেখায়, নীলার উত্তর, সাদা তো শান্তির প্রতীক তাহলে বিধবা হলে মহিলারা সাদা শাড়ি পড়ে কেন? তোমরা ছেলেরা শুধু মেয়েদের পিন ঠুকে মজা নাও, হু...
.
নীলা শাহীন পূর্ব পরিচিত, আগামী মাসের ১৪ তারিখ তাদের বিয়ে, দুই পরিবারের বিয়ে উপলক্ষে ব্যস্ত সময় কাটছে, নীলার কিছু দিন হলো জ্বর জ্বর লেগেই আছে, প্যারাসিটামল খেয়েও কমছে না, তো শাহীনের বন্ধু ভাল ডাক্তার, তার কাছে নিয়ে গেল নীলাকে,
.
এই টেস্ট ওই টেস্ট দিয়ে রিপোর্ট দেখে একদিন ডাক্তার বন্ধু শাহীনকে চেম্বারে বসিয়ে কাধে হাত দিয়ে বলল, 'বন্ধু তোকে কিভাবে যে বলি কথাটা, তোর হবু বউয়ের ব্লাড ক্যান্সার, তবে প্রাথমিক পর্যায়ে ভালো ট্রিটমেন্ট পেলে আল্লাহ যদি চায় ভালো হবার সম্ভবনাও আছে ৷'
.
শাহীনের মাথায় আসমান ভেঙ্গে পড়ল! মাস খানেক পর তাদের বিয়ে, বাবা মা'র একমাত্র সন্তান শাহীন, ওনারা শুনলে বিয়ে ভেঙ্গে দিবে আজকেই! শাহীনেরও কি করার আছে! তার ভবিষ্যত নিয়ে কথা অন্যদিকে নীলা! কি করা উচিত তার এখন? নীলার জায়গায় তার যদি ক্যান্সার হতো,নীলা কি করতো তখন! শাহীনকে ছেড়ে চলে গেলে নিজের কেমন লাগত?
.
কাউকে জানানো যাবে না, এমন কি নীলাকেও না, যেভাবে বিয়ের আয়োজন চলছে ওভাবেই চলবে, হাসিমুখে থাকতে হবে, নীলার একটু বিশেষ যত্ম নিতে হবে, এভাবে কিছু দিন চলছে, হঠাৎ তার স্কুলের বেস্ট ফ্রেন্ড ফোন দিয়ে বললো, 'দোস্ত বিয়ে করছিস, ইনভাইট করলি না, রাগ করলাম ! ' জগতে কত জন কত কারণে ভুল বুজে রাগ করে তার ইয়াত্তা নেই, বুক ফেটে কাঁদতে ইচ্ছে হচ্ছে শাহীনের খুব,
.
বিয়ের দিন পর্যন্ত তাকে হাসিমুখের অভিনয় করে কাটাতে হলো, চারদিকে লাল নীল বেগুনী নিয়ন আলো জ্বলছে,ডিজের সাউন্ড বক্সের আওয়াজে নাচানাচি করছে আত্মীয় স্বজনরা, দুষ্ট ছেলের দল আতশবাজী ফুটিয়ে হৈ হৈ বলে চিৎকার করছে, তার হাতে মেহেদী মুখে হলুদ মাখা মাখি করা হচ্ছে, এদিকে ক্যামেরা ফ্লাশে মুখ জ্বলসে যাচ্ছে, ভাবীরা এসে কানাকানি করে মশকারি করছে, বন্ধুরা পেটে গুতো দিয়ে মজা নিচ্ছে........
.
শাহীনের বুকের ভিতর ঠিক উল্টো গতিতে কাল-বৈশাখীর ঝ্বড় বয়ে যাচ্ছে, কাউকে বলতে পারছে না সয়তেও পারছে না, পুরো পৃথিবীর সাথে যেন একা বীর দর্পে লড়াই করে যাচ্ছে, বিয়ে হয়ে গেল তাদের, বিয়ের এক সপ্তাহ পর সুকৌশলে পরিবারকে জানালো শাহীন, চিকিৎসার জন্য মাদ্রাজে হানিমুনে আসছে তারা, এক ঢিলে দুই পাখি, ডাক্তার বলছে প্রাথমিক পর্যায়ে হওয়ায় টেনশনের কিছু নেই তিন মাসের মধ্যে ভালো হয়ে যাবে নীলা...
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০০
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, এমন একটি ঘটনা আমার পাশে ঘটেছে..
২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
আবু সুফিয়ান মাসুদ বলেছেন: ভাই আমি একটি বিষয় নিয়ে এই ব্লগে আমার একাউণ্ট থেকে একটি বিষয় নিয়ে লেখেছিলাম কয়েকদিনের মদ্ধে দেখলাম আমার পোস্ট টি ডিলিট করা হয়েছে আসলে আমি বুজলাম না কেউ একটু বিসস্তারিত বলবেন
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২
আবদুর রব শরীফ বলেছেন: এই বিষয় নিয়ে মডু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন.।
৩| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯
হামিদ আহসান বলেছেন: ভাল লিখেছেন ......
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই
৪| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লিখছেন শরীফ ভাই।
২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৫| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৪
সেয়ানা বলেছেন: ছোট গল্পের স্বাদ । চালিয়ে যান। ভবিষ্যতে আপনার ব্লগে আবার আসবো তবে ছোট গল্প পড়তে নয় !!
২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯
আবদুর রব শরীফ বলেছেন: কেন ভাইয়া? ধন্যবাদ আবার আসবেন
৬| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আবেগি গল্প, আবেগের কারণে ভালো লেগেছে। তবে গল্পকার হিসেবে আপনি গল্পটি আরও ভালো লিখতে পারতেন বলে আমার বিশ্বাস।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য....
৭| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৬
সুফিয়া বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য ।
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সুফিয়া
৮| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০
রাতুলবিডি৪ বলেছেন: কাবিল বলেছেন: শাহীনের মানবিক দৃষ্টিকোন ছিল ভাল।
ভাল লিখেছেন, ভাল হইছে।
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
আবদুর রব শরীফ বলেছেন: হ্যাঁ, ধন্যবাদ রাতুল ভাই
৯| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আবেগী গল্প ভাল লাগল খুব।+++
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৩
কাবিল বলেছেন: শাহীনের মানবিক দৃষ্টিকোন ছিল ভাল।
ভাল লিখেছেন, ভাল হইছে।