নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
করিম আলী ভাল জব করে, রহিম আলীর অবস্থা উন্নতি হচ্ছে, মোহাম্মদ আলী পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে সুতরাং আপনি তার সাথে হিংসা করতে পারবেন, কেন জানেন!? তার একটা দোষ, সে আপনার পরিচিত! আপনি তাকে চিনেন ! জানেন!
.
কাঁকড়া ধরে যে পাত্রে রাখা হয় সে পাত্রটির মুখ খোলা থাকে, কিছু কাঁকড়া উপরের দিকে উঠে পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু নিচে থাকা কাঁকড়াটি পালিয়ে যেতে চেষ্টা করা কাঁকড়াটির পা ধরে নামিয়ে আনে তার গোত্রে, শেষ পরিণতি হয় খাবার টেবিল!
.
পৃথিবীতে এমন হাজারো আলী'রা ভাল জব/উন্নতি/রেজাল্ট করে, কিন্তু আপনি তাদের চিনেন ও না, আপনার মাথায় তাদের হিংসা করার সেই সক্ষমতাও নেই! তারা আপনার পরিচিত নন! বলছি না! আপনি যাকে হিংসা করেন, যার ভালোগুলোকে আপনি পারলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন, অন্যকে চা পান করিয়ে যার নিন্দা না করলে আপনার পেটের ভাত হজম হয় না তার একটা শুধু একটা অপরাধ! সে আপনার পরিচিত/আত্মীয়/বন্ধু ইত্যাদি,
.
পৃথিবীতে প্রায় তিনশ দেশ আছে, মানুষ চিনা তো অনেক দূরের কথা তাদের দেশের প্রেসিডেন্টের নাম এমন কি দেশের নামও আপনার জানা নেই! আমি আপনি একজন মানুষ! কে চিনে আমাদের? কে একটু খবর নেই! দেখা হলে ভাই বলে কে হাত বাড়িয়ে বুকে টানে!? পরিচিত মানুষটি, আপনার ভাগ্য সে আপনাকে চিনে, এভাবে পৃথিবীর ছয়শত মানুষের মধ্যে কিছু মানুষ চিনে মানে বলেই আমি আপনি এত সুখে জীবন যাপন করতে পারি
.
একজন মানুষের সাথে আপনি অহংকার করলেন,আপনি অনেক কিছু একটা হতে পারেন! সে জানতে পারলে আপনাকে নর্দমার কীট পরিমাণও মূল্যায়ন করবে না! পৃথিবীর কাছে আপনি অনেক কিছু হতে পারেন কিন্তু এক জন মানুষের মধ্যে যে সত্ত্বাটি লুকিয়ে থাকে তার কাছে আপনি কচু....! সুতরাং অহংকার পতনের মূল ৷
©somewhere in net ltd.