নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাস্টার্স করে এক ডজন CV এদিক ওদিক পাঠিয়ে ও কোন গতি হল নাম রুবেলের, সেদিন বন্ধু তার CV নিয়ে গেল নিজের CV ঠিক করতে, বন্ধুর চাকরি হল কিন্তু রুবেলের হল না! আর CV আদান প্রদান করবে না বলে সে সংকল্প করেছে,
.
তবুও CV জমা দিতে হয়, পিছুটান বলে কথা! যাদের পিছুটান থাকে তাদের অভিমান করতে নেই! এক ডজন CV শেষ করে সেদিন নতুন CV করতে কম্পিউটারের দোকানে গেল, পাশে বসা সুন্দরী ও CV তৈরী করতে এসেছে, হঠাৎ! 'এক্সকিউজ মি ভাইয়া! আপনার CV একটু দেখতে পারি!?
.
রুবেল এখন আর কাউকে CV দিবে না! তবুও সুন্দরীদের রিকুয়েস্টে চুপ থাকা যায়, না বলা যায় না ৷ CV দিয়ে বললো তাড়াতাড়ি দেখেন, আমার অনেক কাজ ৷ মেয়েটির পাল্টা উত্তর, আপনি অনেক ব্যস্ত মানুষ বুজি! সুন্দরীদের সাথে ইয়ার্কি/প্রশংসা এই দুটোর পার্থক্য খুজতে নেই
.
ইয়া এক বিশাল বড় কাহিনী, তাদের মধ্যে খুনসুটি থেকে এক সময় প্রেম হয়ে গেল ৷ একদিন মেয়ের বাবা ছেলের CV চাইল ৷ মনে মনে সে ভাবল, সিভির কপালে ঠাডা পড়ুক! হয়ত সিভির কারণে এবার প্রেমটা ও যাবে ৷ তবুও প্রেমিকার চাপে CV দিতে বাধ্য হল, CV দিলে তো লভিং করতে হয়...এবার লভিং এর দায়িত্ব হবু প্রেমিকার বোনকে দিল
.
প্রেমিকা এবং প্রেমিকার বোনের চাপাচাপিতে এবার CV একসেপ্টেড...ধুমধাম করে বিয়ে হয়ে গেল রুবেলের, দুই মাত্র মেয়ের বাবার ফার্মে ম্যানেজার হিসেবে চাকরি পেল রুবেল, একে বলে চাঁদ কপাল ৷ সুতরাং CV দিতে কিপটেমি করবেন না ৷ তবে হা! লভিং................... ৷
১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ সজীব ভাই, শালীকে দিয়ে লভিংয়ের বেপারটা বুজালাম...।
২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪
জুলকার নাইন বলেছেন: অসাধারন লিখছেন ভাই।
১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪০
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাজ জুলকার নাইন ভাই....
৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লিখছেন শরীফ ভাই।
১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮
আরণ্যক রাখাল বলেছেন: সিভি!
১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: হুম ভাই
৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হইলো!
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৮
আবদুর রব শরীফ বলেছেন:
৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সিভিময় গপে ভালোলাগা রইল।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:২২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৬
সজীব আহমেদ শামীম বলেছেন: CV দিতে কিপটেমি করবেন না ৷ তবে হা! লভিং................ অসাধারণ বলেছেন, অনেক ভাল লাগল।