নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যেমন!

২৮ শে জুন, ২০১৫ রাত ৩:১৯

আমি যে এলাকায় থাকি ওখানে প্রতিদিন পনের/বিশ জন ভিক্ষুক আসে, অধিকাংশ মহিলা, তারা নাজির হাটের ট্রেনে করে সকাল সকাল হাটহাজারীতে এসে কাজ করে, অথবা সাহায্য চাইতে থাকে এমন
.
ওরা সেহেরি খেয়ে একটু করে ঘুমিয়ে রাতের খাবারের খোঁজে বের হয়, তো বাসার সামনে এসে বলে, কাজ আছে? নাই! বললে চলে যায়, আবার যদি খয়রাত দেন তা ও নিবে, ধরতে গেলে ওদের চল্লিশ পার্সেন্ট ভিক্ষুক, ষাট পার্সেন্ট কাজের মহিলা বলতে পারেন
.
আমি ওদের মাঝে মাঝে জিঞ্চেস করি, সেহেরি কি দিয়ে খেয়েছেন? বিশ্বাস করুন! সবার উত্তরটা মোটামুটি একই,
- যাওয়ার সময় শাক খুজে নিয়ে গেছি ওটা দিয়ে করেছি
-ডাল আলুবর্তা দিয়ে করছি বাজান!
- মানুষ টুকিটাকি( হালকা বাসী) যা দেয় তা দিয়ে করি
-খালি মরিচ দিয়ে ভাত খেয়েছি কাইল পাড়া করতে পারি নি তাই
-ভাত ডিম ! (মুচকি হাসি দিয়ে)
.
বিলিভ ইট আর নট! ওদের সবার স্বপ্ন একটু মাছ গোস্ত দিয়ে সেহেরী খাবে, ওদের স্বপ্নটা সত্যি অধরা থেকে যায়!
.
অথচ আমরা মাছ/গোস্ত অমুক সমুক তমুক দিয়ে সেহেরী খেয়ে ও সন্তুষ্ট না! জীবন যেখানে যেমন আর কি! ওদের মত আমাদের রোজা রেখে সকাল সকাল বাইশ মাইল পাড়ি দিয়ে অন্যের ঘরে ঘরে কাজ করতে হয় না!
.
সকাল এগারটায় ঘুমাচ্ছি! জানালার কাছে বৃদ্ধ বয়সী মহিলা ভিক্ষুক এসে বললো, ভাই খয়রাত দেন?! আমি মশারির ভিতর থেকে বললাম, সবাই ঘুমে ৷ মাফ করেন ৷ ওনি বললো, 'এভাবে সবাই ঘুমায় থাকলে খয়রাত দিবো কেডা? আমরা কি না খেয়ে থাকমু?!' কথাটার মাঝে কি করুণ সুর যেন বারবার কানে প্রতিধ্বনি হচ্ছে!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ৩:৩৯

নতুন বলেছেন:

আমাদের যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্টু না তাই আমরা সুখী না :)

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক ৷৷৷৷৷ কারণ আমরা সবাই উপরের দিকে তাকিয়ে থাকি ..।

২| ২৮ শে জুন, ২০১৫ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাকে ভিখারীর দেশে পরিণত করে জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: বাংলাদেশে রাজনীতিটা ফেয়ার হওয়া দরকার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.