নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মসজিদে দিয়েছিল একটি মিষ্টি, একটি নিমকি, দুইটি জেলাপি, সাথে এক্সট্রা আরো চারটি, বাবা/মা জেলাপি কম খায়, আমারা ভাই ও,ওগুলো সহ দশ বারটি জিলাপি,তিন চারটি মিষ্টি,তিনটি নিমকি খেলুম, আমাকে দেখলে কেউ বলবে না, আমি এত খাদক, এরপর আবার ছয় সাতটা চিংড়ি মাছ দিয়ে ভাতও খেয়েছি,
আমার বন্ধু মুকুল আনোয়ার আমার পেটের নাম দিয়েছে, চুঙ্গা পেট, সব সময় ইয়ার্কি করে বলে, 'সরু পেটে গরু ৷' সে মোটা স্বাস্থ্য চিকন করতে চায়, আমি তাকে বলি, 'যে মোটা হবে সে শুধু পানি খেলেও মোটা হয়ে যাবে, আর যে রোগা সে আস্ত গরু খেলেও স্লিম থাকবে ৷'
টেবিলে জেলাপি'র তিন চার ফোটা ঝুল পড়েছিল রাতে, মুহূর্তে শত খানেক ছোট পিপড়া কোথায় থেকে চলে আসল, দরকার ছিল টেবিলটা পরিস্কার করার, টেবিল পরিস্কার করতে গেলে এতগুলো পিপড়ার অকাল মৃত্যু হবে ভেবে বিরত হলাম, ক্ষতি তো আর করছে না, মিষ্টান্ন ভোজ করছে,
সকালে ঘুম থেকে উঠে দেখলাম, ওরা এখনো চার পাঁচটা অল্প একটু ঝুল আছে সেগুলো খাচ্ছে, অসলে কি জানেন, চার ফোটা মিষ্টান্ন কমপক্ষে হাজারের কাছাকাছি লাল ন্যানো পিপড়াগুলো খেয়েছে,
হয়ত ওরা আমার টেবিল পরিস্কারের স্টিম রোলার চালালে আমার হাতে মারা যেত, পৃথিবীতে ওরা আরো একটি দিন বেচে আছে, থাকবে... ভেবে আনন্দ লাগছে, এভাবে সৃষ্টিকর্তা হয়ত আমাদের মত ক্ষুদ্র মানুষদের বাচিয়ে রেখে আনন্দ পাচ্ছেন, অথচ আমরাই আমাদের মেরে ফেলি!!
©somewhere in net ltd.