নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আপনি কখনো ভাল ব্লগার হতে পারবেন না!! ব্লা ব্লা ...

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:১২

সবাই মোটিবেশনাল কথাবার্তা বলে, জানি এসব কথা বার্তা বলার যোগ্যতা আমার হয়নি, তবুও বলছি,

পাশের বাড়ির ছেলেটি গোল্ডেন এ+ পাওয়ার পর তার মা হয়ত সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছিলেন, "ঐ ছেলেটা খেলা খেলা করে নষ্ট হয়ে গেল ৷"

নজরুলকে নজরুল হওয়ার আগে অনেকে বলেছিল, " হালার দুখু মিয়া, পেটে ভাত নাই, কবিতা লিখে, গরীবের ঘোড়া রোগ ৷"


বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হওয়ার আগে অনেকে হয়ত বলেছিল, ' আমার ছেলেটা কত ভদ্র, পাশের বাড়ির ছেলেটা শুনেছি আজকাল রাজনীতি করে, সেদিন পুলিশে ধরে নিয়ে গেছিল ৷'


নেলসন ম্যান্ডেলাকে কেউ হয়ত বলেছিল, 'নিজে কালো তাই সাদা দেখলে ঘা জ্বলে ৷'


ডক্টর ইউনুসকে তো অনেকে বলে, 'সুদী ইউনুস, হাহাহাহাহাহা ৷' তাকে নাকি নো বেইল পুরস্কার দিছে ৷


বিল গেইটস, মার্ক জুকারবার্গকে অনেকে হয়ত বলেছিল, 'বাতাসের উপর গুতাগুতি না করে খাতা কলম নিয়ে গুতাও, লাভ হবে ৷'


আব্রাহাম লিংকনকে হয়তো বলতেন, 'ফেইলর ইজ পিলার অব আব্রাহম লিংকন ৷' ভগ্যিস অবশেষে প্রেসিডেন্ট হয়েছিল,


জেকে রাওলিং যখন শত শত প্রকাশনার কাছে হ্যারি পটার নিয়ে যাচ্ছিল, কেউ রাজী হচ্ছিল না তখন হয়ত কেউ টিটকারি করে বলেছিল, 'আজে বাজে রাইটারে দেশ ভরে গেছে ৷'


মোদ্দা কথা, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, ব্লা ব্লা ব্লা, এতো প্রতিকূলতার মাঝে এগিয়ে গিয়ে হয়ত একদিন বাথরুমের দরজা বন্ধ করে তারাও কেঁদে বুক ভাসিয়ে বলেছিল, ইয়েস আমি সফল হয়েছি! ইয়েস!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:২৩

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ইয়েস আমি এভাবেই সফল হয়েছি ! এই ধরনে কথাবার্তাই আমাদের পথের প্রধাণ বাধা । আসলে আমাদের সমাজটাই একটা আস্ত গাধা ।

০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০২

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক ভাই ৷ ধন্যবাদ ৷

২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:১০

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৪০

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: রিকুয়েষ্ট দিব নাকি ?

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: আরে না, ফেসবুক টাইমলাইন দুই দিন পর পর লেখা হাইড করে দেয়, জাস্ট সংগ্রহ করে রাখা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.