নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একটি ডিজিটেল সৃজনশীল প্রশ্ন, Full marks- 10

২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৫৯

করিম মিয়ায় তিন মেয়ে, তাদের নাম
স্পার্কেল শিমুল, এঞ্জেল বকুল এবং প্রিন্সেস
পারুল। একদিন করিম মিয়া তার তিন মেয়ের
কাছে জিজ্ঞেস করলো কে তাকে কেমন
ভালোবাসে? স্পার্কেল শিমুল তার বাবার সব
স্ট্যাটাসে লাইক দিয়ে বললো -
বাবা আমি তোমাকে লাইকের মত ভালোবাসি।
এঞ্জেল বকুল তার বাবার সব স্ট্যাটাসে কমেন্টস
করে বললো - আমি তোমাকে কমেন্টসের মত
ভালোবাসি। প্রিন্সেস পারুল তার সব ছবিতে
তার বাবাকে ট্যাগ করে বললো - বাবা আমি
তোমাকে ট্যাগের মত ভালোবাসি। করিম
মিয়া প্রথম দুই কন্যার কথায় কাজে খুশি হলেও
প্রিন্সেস পারুলের কথায় আর কাজে রাগ করলেন
এবং প্রিন্সেস পারুলকে আনফ্রেন্ড করে দিলো।

ক) পারুলকে বনে কারা ঘর বানিয়ে দিয়েছিলো?(মার্কস-১)
খ) খাবারে নুনের ব্যাখ্যা দাও। (মার্কস দুই)
গ) উদ্দীপকের করিম মিয়ার আনফ্রেন্ড করার
সাথে রাজার পারুলকে বনবাসে পাঠানোর
যৌক্তিকতা দেখাও।(মার্কস তিন)
ঘ) নুনের মত ভালোবাসা আর ট্যাগের
মত ভালোবাসার মধ্যে সাদৃশ্য আলোচনা করো।(মার্কস চার)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:২৭

জনাব মাহাবুব বলেছেন: সঠিক উত্তর দিবার পারলাম না। আমি ফেইল। :((

ভাই কানে কানে বলি, নকল করার সুযোগ আছে কি? ;)

২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৪

আবদুর রব শরীফ বলেছেন: সৃজনশীল প্রশ্ন, নিজের মত করে লিখেন, ইনশাল্লাহ ভালো মার্কস আসবে....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.