নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মোবাইল থেকে ব্লগিং করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়,
-কোন রকমেই ছবি এড করতে পারি না, এতে করে অনেকগুলো পোস্ট ছবি দিতে না পারার কারণে পূর্ণতা পাচ্ছে না, ছবি ব্লগতো দূরের কথা,
-প্রত্যেক বার পাসওয়ার্ড দিয়ে লগিন করা লাগে, তো পাসওয়ার্ড দিয়ে লগিং করে পোস্ট লিখতে যাবো এমন সময় আবার লগ আউট, মেজাজ যা গরম হয়, কষ্টে মিষ্টে পোস্ট করে যখন অন্যদের পোস্টে কমেন্ট করতে যাবো এমন সময় আবার লগ আউট হয়ে যায়,
-নিজের পোস্টে কেউ কমেন্ট করলে রিপ্লাই দিতে গিয়ে বারবার ট্রাই করে অনেকক্ষণ পর রিপ্লাই কাউন্ট হয়, ফলে অনেক দীর্ঘ কমেন্ট যখন রিপ্লাই দিতে গিয়ে ফেইল করে এত কষ্ট লাগে মনে হয় বউ বাপের বাড়ি গেলেও এত কষ্ট লাগতো না, পরে বাধ্য হয়ে রিপ্লাই বক্সে উত্তর না দিয়ে জেনারেল বক্সে উত্তর দিতে হয় মাঝে মাঝে,
-কমেন্ট করতে গিয়ে পুরো পেইজ লোডিং হয়, মাসে দুই জিবি নেটও কুলায় না,
-ব্লগের নতুন সংস্করণে হয়ে গেল আরেক জামেলা, ইয়া বিশাল পেইজ, লোড হতে খবর হয়ে যায়, ঐ দিকে দু চারটা ব্লগ পড়লে যা যাওয়ার এমবির উপর দিয়ে যায়,
-নরমেল টাইপের মোবাইল দিয়ে তো পেইজ লোড ইইই হয় না, অথচ একটা বেপার খেয়াল করছি মোটামোটি এক তৃতীয়াশ ব্লগার/ভিজিটর মোবাইল দিয়ে ভিজিট করে,
-প্রিয় মডু ভাই কিছু একাটা করেন, বাসে রাস্তায় রেস্তোরায় আমতলায় জামতলায় বসে ব্লগিং করতে চাই এবং ব্লগ পড়তে চাই আমারা,
প্লিজ আমাদের দিকে একটু সুদৃষ্টি দিন...
২৭ শে মে, ২০১৫ রাত ১০:২৯
আবদুর রব শরীফ বলেছেন: সামসাং এস থ্রি (এন্ড্রোয়েড)
২| ২৭ শে মে, ২০১৫ রাত ১১:০৯
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: তাহলে uc browser hd অথবা গুগল ক্রোম ইউজ করেন। ব্রাউজার অন করে ডেস্কটপ মুড সিলেক্ট করে দিবেন।।ব্যাস
২৭ শে মে, ২০১৫ রাত ১১:২৫
আবদুর রব শরীফ বলেছেন: গুগুল ক্রোম ইয়ুজ করি না প্রচুর এমবি কাটে তাই..UC নিয়ে দেখব...ধন্যবাদ ভাইয়া..কিন্তু ছবি?
৩| ২৭ শে মে, ২০১৫ রাত ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: এখন ডেস্কটপ মুড দিয়ে ইয়ুজ করছি, পাসওয়ার্ড পবলেমটা সলভ হয়েছে, ধন্যবাদ ৷
৪| ২৮ শে মে, ২০১৫ ভোর ৬:১৭
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: uc না uc browser hd ৩।১ ইউজ করেন
২৮ শে মে, ২০১৫ সকাল ১০:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: আচ্ছা ব্রো, আপাতত ক্রোম ইয়ুজ করছি...।
৫| ২৮ শে মে, ২০১৫ ভোর ৬:১৭
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আমার ২ জিবি ৩ দিন যায়
২৮ শে মে, ২০১৫ সকাল ১০:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: Youtube সর্চ করেন মনে হয় বেশী!?
৬| ২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৩৪
রাঘব বোয়াল বলেছেন: আমি এই সমস্যার কথা নিয়া আগেও পোস্টাইছি। ফলাফল শুন্য
২৮ শে মে, ২০১৫ সকাল ১১:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল ইয়ুজাররা দিন দিন বাড়তেছে কারণ স্মার্টফোনের কারণে মোবাইল থেকে ইন্টারনেট ইয়ুজ করাটা একটু ইজি, ূহনযোগ্য সাবলীল, সামুকে এই দিকে আরো বেশী নজর দেওয়া উচিত ৷
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৫ রাত ৯:৪০
সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার বলেছেন: আপনার কি এন্ড্রয়েড ফোন??