নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একজন বাবার ছেলে পানিতে ডুবে মারা গেছে, সে এখন পানি দেখলে ভয় পাই, গেল বেয়ার গ্রিলসের সাথে ভয় দূর করতে, আজ রাত নয়টার এপিসোডের কথা বলছি,
সে তার ছেলে যেভাবে গলায় রুমাল বেধে খেলা করত সেভাবে রুমাল বাঁধল, এতে বাবার ফিলিংস হয় ছেলে বাবার সাথে আছে, হাতে ছেলের নাম উল্কি লেখা, আজকে বুজলাম সব উল্কি খারাপ না,
আরিয়া টু নামক ফিল্মে বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ নায়ক উল্কি আঁকে হাতে, সিগারেটেও বন্ধুর নাম লিখা থাকে,
ঐ যে বাবার কথা বলছিলাম, অবশেষে ভয়কে জয় করেছে, অন্ধকার কূপে রশি ধরে অনেক দূর সাঁতার দিল, জয়টা ছেলেকে উৎসর্গ করলো, এপিসোড শেষে কাঁদতে লাগলো বাবাটি, আনন্দঅশ্রু, কাঁদতে লাগলো বেয়ার গ্রিলসও, মনে হলো পৃথিবীর সব বাবা একই রকম...
হুমায়ুন আহমেদ একটি কথা বলেছিলেন, " আপনি পৃথিবীতে একটি খারাপ বাবাও পাবেন না ৷"
ইসলাম ধর্মে একটি কথা আছে, পৃথিবীর সবচেয়ে কঠিন বোঝা বাবার কাধে ছেলের লাশ ৷ ভালো থাকুক সুখে থাকুক সব বাবার সন্তানরা,
নিজ চোখে অনেকের বৃদ্ধ বাবাকে দেখেছি, ছেলে কাছে নাই, বাবার একটাই চাওয়া ছেলেটাকে একটু কাছে পাবে বলে, কিন্তু ছেলে ক্যারিয়ার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, বুকে পাথর চেপে মিথ্যে অভিনয় করে বাবা বলছে, "তোরা সুখে থাক আমার জন্য চিন্তা করিস না বাবা ৷"
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:৩০
আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link