নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছোট বেলায় ম্যাকগাইভার দেখতে দেখতে যে ছেলেটি সত্যিকারের ম্যাকগাইভারকেও ছেড়ে গিয়েছেন তিনি আমার আপনার স্বপ্নের মহাপুরুষ বেয়ার গ্রিলস,
ম্যান vs ওয়াইল্ডের জনক, যা এখন পর্যন্ত পৃথিবীর সেরার সেরা টিভি শো,বেয়ার একজন রিয়েল হিরো, তাকে আইডল হিসেবে মানা যায়, মাত্র এক বছর আগে আমার বাসায় ডিস আসে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মানুষটির, আমার চেয়ে তার বয়স যখন দুই বছর কম, সেই তেইশ বছর বয়সে এভারেস্ট জয় করেছেন আমার প্রিয় মহানায়ক, গিনিস রেকর্ড এভারেস্ট বিজয়ী সর্বকনিষ্ঠ হিসেবে জ্বলজ্বল করতে থাকে তার নাম,
ছোটবেলা থেকে ডানপিটে ছিলেন মহানায়ক, খেচরও কম ছিলেন না, কি কি জিনিস খায় দেখলে বমি আসে, গুরু তুমি পার ও বটে, মারামারিতেও এক নম্বর,তাইতো ব্লেক বেল্ট তোমার কপালে শোভা পেয়েছে,
মাটি জয় করতে যেমন বস উস্তাদ, তেমনি আকাশ জয় করেছেন বহুদিন, ব্রিটিশ এয়ার ফোর্সে একহাজার দিনের মত কাজ করেছেন বেয়ার গ্রিলস, আকাশ থেকে লাফালাফি হয়ে যায় তার নখদর্পনে, বস বলে কথা,চলার পথ শুভ ছিল না, একদিন প্যারাসুট থেকে লাফ দিতে গিয়ে মেরুদন্ডের একাধিক হাড় ভেঙ্গে গিয়েছিল,
বস একজন ভালো লেখকও বটে, তার লেখা এগারটি বই দেদারছে কিনছে ভক্তরা তার মধ্যে ইন্টারনেশনাল বেস্ট সেলার বই ও রয়েছে, কথায় আছে না!! যে রাধতে পটু সে চুল বাধতেও পটু, গুরু তুমি ভালো!
বস কিন্তু ভালো মডেল ও বটে তা না হলে কেউ পারফিউমের মডেলে নেয়? নেটে এডটা দেইখা লইয়েন ৷ শুধু মডেল বললে ভুল হবে একাধারে অভিনেতা, উপস্থাপক,পাঠক সবি বস দেদারছে করেছেন, তবুও সমালোচকরা তার পিছু ছাড়ে নি, ক্ষত বিক্ষত করেছে তার হৃদয়,
নর্থ আমেরিকার চিফ স্কাউট হিসেবে দায়িত্ব রত এই মানুষটিকে শ্রদ্ধা না করে থাকা যায় না, আগে আমি পানি কম খেতাম, বাবা মা সবাই পানি খেতে বললেও কম খেতাম, কিন্তু বেয়ার গ্রিলসের ডিহাইড্রেটেশনের সুন্দর উপস্থাপনা আমাকে বদলে দিয়েছে,
ভালবাসার কথা কি বলব,বেয়ার গ্রিলসের মুখে শুনুন, " আপনি যখন দুর্ঘম গিরিতে আটকে যাবেন, বেচে থাকার কোন পথ পাবেন না, তখন প্রিয়জনের মুখগুলো স্মরণ করবেন, আপনার ভালো লাগবে, ওদের জন্য আপনি বেচে থাকবেন, বেচে থাকার পথ খুজে পাবেন ৷" কথাগুলো বলার সময় বেয়ারের মত বীরেরও চোখ ভিজে গেছিল..
আমার পূর্ব লেখার পেইজ লিংক Click This Link
১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: আসলেই অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ বেয়ার...
২| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link
৩| ১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
ইমরান আশফাক বলেছেন: " আপনি যখন দুর্ঘম গিরিতে আটকে যাবেন, বেচে থাকার কোন পথ পাবেন না, তখন প্রিয়জনের মুখগুলো স্মরণ করবেন, আপনার ভালো লাগবে, ওদের জন্য আপনি বেচে থাকবেন, বেচে থাকার পথ খুজে পাবেন ৷" কথাগুলো বলার সময় বেয়ারের মত বীরেরও চোখ ভিজে গেছিল..
বাহ্, কি চমৎকারভাবে বেঁচে থাকার অনুপ্রেরনা দেওয়া হলো এই ব্যাক্যের মাধ্যমে। সত্যি ওনাকে স্যাল্যুট না জানিয়ে আর পারলাম না।
১৮ ই মে, ২০১৫ রাত ৮:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: আমার যখন মাস্টার্স পরীক্ষার চাপ ছিল তখন আমি সময় করে ওনার এপিসোডগুলো দেখতাম, অনেক অনপ্রেরণা পেতাম..
৪| ২০ শে মে, ২০১৫ রাত ৯:১৯
ভ্রমরের ডানা বলেছেন: বেয়ার গ্রিলসের প্রতিটা পার্ট আমার অসাধারণ লেগেছে। সবচেয়ে ভাল লেগেছে আফ্রিকান সাভানা আর সাহারা মরুভুমির ক্যাম্পেইন টা। সারভাইভাল কন্ডিশনে বেয়ার গ্রিল সবার আদর্শ
২০ শে মে, ২০১৫ রাত ১০:০৮
আবদুর রব শরীফ বলেছেন: বেয়ারের ব্যক্তিত্ব, বাচনভঙ্গিটা আসলেই অসাধারণ, ভালো না লেগে উপায় নেই..
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৪১
মামুনরাজন বলেছেন: আপনার মত আমার ও স্বপ্নের নায়ক তিনি