নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আজ পাওয়া না পাওয়ার হিসেব করতে মোবাইলের কী প্যাড নিয়ে বসেছি, আর ভালো লাগছে না!! কেন ব্লগে হিট পাচ্ছি না, ফেসবুকে লাইক, প্রিয়ার আদর.. লিস্ট একটা করেই ফেলব, অর্থনীতিতে সাড়ে ছয়টা বছর পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে আমি আজ ক্লান্ত, খুব সহজে দুটো দাগ দিয়ে বের করে আনি চাহিদা যোগানের ভারসাম্য বিন্দু, আজ জীবনের কঠিন থেকে কঠিনতর পাওয়া না পাওয়ার হিসেব কষতেই হবে আমাকে,বের করে আনতে হবে একটি ভারসাম্য বন্দুক, সো লেটস গো হিসেব শুরু করা যাক,
আমার কিছু না পাওয়া,বেসম্ভব ছোট ছোট....
-মশার কয়েল জ্বালালে স্টেন খুজে পায় না,
-মশারি টাঙ্গাতে গেলে আংটা খুজে পায় না,
-পড়তে বসলে সিলেবাস/কলম খুজে পায় না,
-গোসল করার জন্য গামছাটা খুজে পায় না,
-পস্রাব করার সময় পকেটে একটা টিস্যু খুজে পায় না,
- এন্ড্রোয়েডে কিছু শেয়ার করতে গেলে 'শেয়ার ইট' খুজে পায় না,
-কথা বলার সময় ব্লুটোথ হেডফোন খুজে পায় না,
-ইদানিং চকলেট খাওয়ার জন্য এক টাকা ভাংতি খুজে পায় না,
এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়াগুলো জীবনটাকে অতিষ্ট করে তুলে......
২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:০৫
আবদুর রব শরীফ বলেছেন: হুম তৌফিক ভাই, ওটা আরেকটা পেইন....
৩| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:১০
সুখেন্দু বিশ্বাস বলেছেন: না পাওয়ার লিস্টটা আরও বড় হতে পারে।
ভালো লাগলো আপনার লেখা।
শুভেচ্ছা সতত
১৭ ই মে, ২০১৫ দুপুর ২:২৪
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, না পাওয়ার লিস্টটা বড় করে দীর্ঘশ্বাস বাড়াতে.....হাহা
৪| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৩০
আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংক Click This Link
৫| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: টেনশন নিয়েন না।
মশাদের বাঁচতে দিন, পড়াশুনা চুলোয় দিন, গামছা ছাড়া গোছল করুন , প্রস্রাবের আগে টিস্যু খুঁজুন, ব্লু দাঁত বাদ, চকলেট গোস টু হেল।
ভালো থাকেন। না পাওয়াকে দূরে রাখেন।
১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:০১
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা সেটাই করতে হবে...
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯
তৌফিক মাসুদ বলেছেন: আমার আবার দরকারের সময় রিক্সা খুজে পাওয়া যায়না। এমন অবস্থা আরকি।