নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রবি ফ্রি ডাটা বলে ঠিক দুই দিনের মাথায় প্রতারণা করল, মধ্য দিয়ে বিশাল এক বিঞ্চাপন করে নিল, আজ সকালে উঠে দেখলাম, ছবি দেখা যাচ্ছে না, জিরো ডট ফেসবুক ডট কম রবি জিপি বাংলালিংকে সব সময় ফ্রি ছিল,
এমন কি তাদের একটা অফার ছিল, প্রতিদিন এক জিবি ফেসবুক ফ্রি, ফ্রি অফারের কথা বলে একটা মেসেজ দিয়ে জানালো ফেসবুক যখন ফ্রি সুতরাং আমরা আমাদের অফারটি বন্ধ করে দিচ্ছি,
কালকে রাত পর্যন্ত যা ফ্রি ছিল, তা সকালে উঠে ফ্রি মনে করে ইয়ুজ করতে থাকায় আর অন্যদিকে হঠাৎ ফ্রি বন্ধ করে দেওয়ায় সকালে যার যা টাকা ছিল সব ধান্ধা করে নিয়ে চলে গেল,
মাঝখান দিয়ে মার্ক জুকারবার্গের মান ইজ্জত হাওয়া হয়ে গেল, ডিয়ার জুকারবার্গ, জিরো ডট ফ্রি ডট কম আমরা অনেক আগে থেকে ফ্রি ইয়ুজ করি, সুতরাং রবি আপনার মাথার উপর নুন রেখে বড়ই খেয়ে নিজের ব্রেন্ডিংটা করে নিলো, ওদের টার্গেট ছিল, হুজুগে বন্ধ সিমগুলো চালু করে নেওয়া,
ডিয়ার রবি, আমাদের সাথে প্রতারণা করে বেশী লাভ হবে না, আমরা জিপিতে ফিরে যাচ্ছি, আমরা অনেকে তোমাদের বিশ্বাস করি না তাই স্পেয়ার সিম দিয়ে টাকা ছাড়া ব্রাউজিং করতাম, সাপকে বিশ্বাস করা যায় তোমাদের বিশ্বাস করা যায় না, তোমরা থ্রি জি তে যে স্পিড দাও জিপিতে টু জির সাথে পার্থক্য দেখি না,
সব চেয়ে বড় কথা দুদিন যে ব্রান্ডিংটা করে নিলে ফ্রি দিয়ে তা কখনো ঠিক করো নি, আশা দিয়ে বুক ভরিয়ে ঐ বুকে সেল মেরেছ, সুতরাং টা টা রবি, সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি ৷
১৫ ই মে, ২০১৫ সকাল ১০:২৪
আবদুর রব শরীফ বলেছেন: না ভাই, আমি জাস্ট তুলনা করলাম নেট স্পিড, আমি আমজনতা ...
২| ১৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৪
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: হা হা। কিছু মনে কইরেন না , গ্রামীন , রবির থেকে আরও বড় চোর।
১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৯
আবদুর রব শরীফ বলেছেন: একটা সিম কাটলাম,পুরনো রবি সিমে টাকা ডুকালাম, সারাজীবনের জন্য সেটিং দিলাম, আগের জিপি বন্ধ করে রাখলাম, এতকিছুর পর সকালে বাঁশটা খেলাম....
৩| ১৫ ই মে, ২০১৫ সকাল ১১:৩১
এন জে শাওন বলেছেন: হুম,ঘুম থেকে উইঠ্যা দেখি বাশ টা ভালমতই দিছে, কি আর করার,যে কপাল সে মাথা।
৪| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৪০
আবদুর রব শরীফ বলেছেন: হ ভাই, মনটা খারাপ হয়ে গেলে.....
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৫ সকাল ১০:২০
রাফছানজানি বলেছেন: আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি গ্রামীণফোনের কোন এজেন্ট। দেশে এত সিম থাকতে আপনি কেন রবি থেকে গ্রামীণফোনে ফিরে যাচ্ছেন? বাংলাদেশের সব মোবাইল অপারেটরই চোর। ইন্টারনেটের মাধ্যমে কিভাবে গ্রাহক কে ফকির করা যায় এরা সব সময় সেই ধান্দায় থাকে।