নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আসুন মানবতার স্বার্থে আরো দু-চারটা বৃদ্ধাশ্রম বানায়!! :(

১০ ই মে, ২০১৫ রাত ১০:২৩

সকাল থেকে মা দিবসের স্ট্যাটাস পড়তেছি, সব স্ট্যাটাসে মা সন্তানের জন্য কিছু করেছে এমন, প্রশ্ন হলো আপনি মা'য়ের জন্য কি করেছেন!?

আর সবচেয়ে বড় কথা আপনি যখন বিয়ে করবেন আর বাবা-মা দিনকে দিন যখন বুড়ো বুড়ি হয়ে যাবে, সেদিন আপনার আজকের ফিলিংস তাদের জন্য যদি বরাদ্দ থাকে তাহলে আমি বলব, মাকে নিয়ে আপনার/আমার আজকের সেলফি স্বার্থক হবে,


আমরা অনেকটা ভার্চুয়াল হয়ে যাচ্ছি, রাজনীতিবিদরা আজকাল কোন নেতার সাথে কয়টা সেলফি তুলেছে তার পাবলিসিটি করে বেড়াচ্ছে, প্রেমিকরা দু একটা সেলফি তুলে নিজেকে প্রেমিক বলে দাবী করছেন, দু এক লোকমা খেয়ে সেলফি তুলে এমন ভাব চাইনিজের গুষ্ঠি উদ্ধার করে ফেলেছেন,


একটা ছবি তোলার জন্য সামান্য একটা মুহূর্ত যথেষ্ট, এমন হাজারো মুহূর্ত মিলে আমরা একটি দিন অতিবাহিত করি, সে মুহূর্তগুলো আপনি আমি জীবনের ট্যাংকি কতটুকু ভালবাসা দিয়ে পরিপূর্ণ করলাম, সেটাই আসল কথা,


আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কুরিয়া কানাডা থাকেন, বাবা মা কে বৃদ্ধাশ্রমের মত দেশে রেখেছেন, নানান যুক্তি, বিয়ের পর ঠিকই বউকে দু মাসের মধ্যে নিয়ে চলে গেলেন, তারপর কেবলি ভার্চুয়াল ভালবাসার গদ্যালাপ,


এমনও দেখেছি ছেলে চট্টগ্রাম থাকে, বছরে একবার তার সময় হয় সন্দ্বীপ গিয়ে বাবা মা কে দেখার, ব্যস্ততার শত অজুহাত, ঠিকই মাসে দু একবার হানিমুন করতে ঢাকা, সিলেট, কক্সবাজার, মাধবকুন্ড যাচ্ছেন,


এমনও হাজারো উদাহরণ নিজ চোখে দেখছি, দেখতেছি, দেখবো, তবে কি আজ এত ভালবাসা কেবলি কথার ফুলছড়ি!!?

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.