নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাননীয় অর্থমন্ত্রী, লক্ষ স্মোকারের হার্টে দাগা না দিলে ও পারতেন!
কলার মূল্য দুই টাকা বাড়লে কেউ টু শব্দ করে না মাগার সিগারেটের দাম এক টাকা বাড়লে নিউজ ফিড গরম হয়ে যায়,
সবার চোখে মুখে টেনশনের ভাব, হায়!! কি হবে এখন! কেন জানি মনে হচ্ছে, সিগারেটের দাম কখনো ডাবল হলে টেনশনে টেনশনে কেন ডাবল হলো এই চিন্তায় স্মোকার'রা সব হার্টফেইল করবো,
আমাদের দেশে বিদ্যুত গ্যাস ডাল নুন চুন সব কিছুর দাম বাড়ে, যে যার ইচ্ছে মত দাম হাকায়, নিলে নেন না নিলে ভাগেন, পিছনে টাকার বান্ডিল নিয়ে কেউ দাড়ানো,
কেমন আছে দেশের নিম্নবিত্ত শ্রেণির মানুষ!? একবার এক ফকিরকে একটা ডিম দিয়েছিলাম, সে পাঁচ মিনিট দাড়িয়ে মাথায় হাত দিয়ে দোআ করল, একটা ডিম কিভাবে একটা মানুষকে এত খুশি করতে পারে!!!?
যার বাসায় গোস্ত আছে, আমরা তাকে ক্লাবে দাওয়াত দিয়ে ভুনা গোস্ত খাওয়ায়, এখনো দেশে অনেক মানুষ ডাসবিন থেকে খুজে খায়, এখনও পিকনিকে নিজের এটো খাওয়ার জন্য হাত পেতে থাকে পথ শিশুরা,
সামান্য একটু ভাগ্যের পরিহাসে আমার আপনার জন্ম হয়েছে কোন প্রসাদে অথবা উচ্চবিত্ত/মধ্যবিত্ত নামক কোন বটগাছের আচল তলে, সৃষ্টি কর্তার লীলা খেলায় ওরা আজ বস্তিবাসী/পথশিশু,
কেউ আপনার হাত ধরে জীবন চলার পথ শিখিয়ে দিয়েছে প্রতিনিয়ত, ওদের ভাগ্যে সে সুযোগ কখনো হয় নি, সৃষ্টিকর্তায় ভালো জানেন!! ভাগ্য বিশ্বাসের জন্য এই একটি উদাহরণ যথেষ্ট, আপনি ভাগ্যকে কাজে লাগাতে পারবেন,কিন্তু তৈরী করতে পারবেন না !!
১০ ই মে, ২০১৫ রাত ১:৫৫
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷
২| ১০ ই মে, ২০১৫ রাত ২:০৭
আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৫ রাত ১:৪৯
রিয়াদ হাকিম বলেছেন: সামান্য একটু ভাগ্যের পরিহাসে আমার আপনার জন্ম হয়েছে কোন প্রসাদে অথবা উচ্চবিত্ত/মধ্যবিত্ত নামক কোন বটগাছের আচল তলে, সৃষ্টি কর্তার লীলা খেলায় ওরা আজ বস্তিবাসী/পথশিশু - nicely said...