নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৫১ রানের লক্ষ্যে নেমে জয়ের রেকর্ড নেই টেস্ট ইতিহাসে,
প্রিয় টাইগার, রেকর্ড কখনো পূর্বে থাকে না, সৃষ্টি হওয়ার জন্যই রেকর্ডের জন্ম, আর রেকর্ড ভেঙ্গে রেকর্ডের জন্ম দেওয়ার জন্য যুগে যুগে টাইগারদের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি,
ভাষার জন্য আন্দোলন করতে হয়, এমনতো কারো রেকর্ড ছিল না, আমরাই রেকর্ড সৃষ্টি করেছি,
ছয়শত ফুটের নিচে একজন জিহাদকে বাচানোর জন্য পুরো দেশ স্থবির হয়ে যাওয়ার রেকর্ডও তো পূর্বে ছিল না, আমরা সৃষ্টি করেছি,
যে আমাদেরকে টেস্ট থেকে বিদায় করে দিচ্ছিল ক্রিকেটের রাঘব বোয়ালরা, সেই আমাদের থেকে টেস্ট এমনকি তিন ফরমেটের সেরা অলরাউন্ডার সৃষ্টি হয়েছে,
যে পাকিস্তান আমাদের ৮৭ রানে অলআউট করে বলেছিল আমাদের ক্রিকেটের যোগ্যতা নেই সেই আমরাইতো ওদের হোয়াইট ওয়াশ করেছি, এমন কি ক্রিকেটের অভিধানে যে 'বাংলা ওয়াশ' নামক শব্দটি সৃষ্ট হয়েছে তা আমাদের সম্মানে,
যেই আমরা বিশ্বকাপের আগে সব প্রস্তুতি ম্যাচে হেরে ও যে চমক দেখিয়ে বিশ্বকাপটা প্রায় নিয়েই এসেছিলাম, সেটাও তো আমাদের রেকর্ড,
সত্যি বাঘের বাচ্ছা সাকিবের চোখে মুখে যে একটা স্বপ্নের ঝিলিক আজ দেখেছি, আমি জানি না কাল কি হতে চলেছে, তার কনফিডেন্স আমার বুক ছেদ করে গেছে, এমন স্বপ্ন না থাকলে কি কেউ সেরার সেরা হয়!! রিয়েলি সেলুট টু ইয়ু, আমরা শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যাবো,
আমরা আবেগী জাতী, এই আবেগটাই মানুষকে রোবট থেকে আলাদা করেছে, এটাও ঠিক আবেগ বিদ্যুতের মত, নিয়ন্ত্রণ করতে পারলেই দুনিয়া আলোকিত করা ওয়ান টু টাইপের ব্যাপার, আবেগের উৎপাদন যেমন অব্যাহত রাখতে হবে, তেমনি নিয়ন্ত্রণটা ও,
এক বঙ্গবন্ধুর আঙ্গুলি হেলেনে আমরা কোটি কোটি বাঙ্গালী ট্যাংকের মুখে লাঠি সোঠা নিয়ে বুকের রক্ত ঢেলে নয় মাসে দেশ উদ্ধার করে স্বাধীন হতে পেরেছি এহেন একটি যুদ্ধের এমন একটি উদাহরণ পৃথিবীতে প্রথম, অনন্য আবেগের রেকর্ড,
মেজর জিয়ার আহবানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে যে বন্ধুত্বের সম্পর্ক তা আবেগ ভালবাসার আরেক বহিঃ প্রকাশ,
আমি জানি আমাদের মধ্যে হয়ত দু ভাগ, একটি খেলা ক্রিকেট আমাদের মাত্র এক ঘন্টায় একত্রিত করে দেওয়ার জন্য যথেষ্ট, আবেগ আমাদের একত্রিত করার হাতিয়ার, হয়ত এমন একটি আবেগের ঘটনা আমাদের সব ভেদাভেদ ভুলে এক করে দিবে একদিন, বুকে বুক মিলিয়ে দু ফোটা চোখের জলে ভেসে যাবে সকল বিন্দু বিন্দু করে জমা অভিমান..
©somewhere in net ltd.