নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সালমান খান'রা কি আসলেই রিয়েল হিরো ??? :P

০৭ ই মে, ২০১৫ সকাল ১০:৫৪

যে সালমান খানকে দুনিয়ার কোন শক্তি নিস্তার করতে পারে না, যার হাতের ইশারায় হাজার রমনী দিশেহারা, সে আজ সামান্য পাঁচ বছর কারাদন্ডের শাস্তির কথা শুনে আদালতে কান্নাকাটি শুরু করেছে!!

আমরা ভুলে যায় ওরা জাস্ট অভিনেতা, রিয়েল হিরো বলতে পারেন নেলসন ম্যান্ডেলাকে দু যুগ কারাদন্ড ভোগের পর হাসিমুখে বলেছিলেন, সারা জীবন সাদা-কালো বৈষম্য দূর করতে যদি আরো লড়তে হয় আমি প্রস্তুত,

অথবা ক্ষুদিরামকে, যে একা ব্রিটিশদের বিরুদ্ধে দুর্গ হয়ে দাড়িয়েছিল,

আমরা ভুল মানুষের ফ্যান হয়ে যায়, আপনার ঘরে যে কাজের মেয়েটি সার্ফ এক্সেল দিয়ে সাদা সাদা আরো সাদা করে তার ফ্যান কখনো হয় না, মডেলের প্রেমে পড়ি যে কখনো কাপড়ের ময়লা তো দূরের কথা, কাপড় ধৌত করেছে কি না সন্দেহ!!

স্লাম ডগ মিলিওনিয়ারের অভিনেতাকে বস্তিবাসীর প্রকৃত জীবন তুলে ধরার পুরস্কারস্বরূপ আমরা অস্কার দিই, কিন্তু রিয়েল যারা বস্তিবাসী তাদের কখনো একটা সেলুটও দিই না,

হাতের বাইসেপ টাইসেপ বাড়িয়ে হাতের মাশল ছাব্বিশ করলে একজন জব্বার বলি, মোহাম্মদ আলী হওয়া যায় না,হেডাম লাগে,

লিকলিকে রোগা হয়ে ও একজন মহাত্মা গান্ধী/মাওলানা হামিদ খান ভাসানী হওয়া যায়,


একজন পুলিশ ইনসপেক্টরের সাহসিকতা/সততার অভিনয়ে মুগ্ধ হয়ে ওদের ফ্যান না হয়ে আসুন একজন রিয়েল সাহসি অফিসারের খোঁজ নি, দেন তার প্রেমে পড়ব,

একজন রেম্বো'র গুণগান না গেয়ে আসুন শত শত সাহসী মুক্তিযোদ্ধাদের ইতিহাস জেনে প্রকৃত রেম্বোদের সেলুট করি,


3 ইডিয়টসের মত দুষ্ট VS মেধাবী ছেলে প্রত্যেক ব্যাচে দু তিনজন থাকে!!

মোদ্দা কথা, রিয়েল হিরোরা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ৷

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:১৮

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

২| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫০

আবু জাকারিয়া বলেছেন: কতগুলো সর্ট জামাকাপড় পড়া মেয়েদের সাথে ডান্স করতে পারলেই কি হিরো হওয়া যায়। কিন্তু কেন বুঝিনা, ওই সব সর্ট জামাকাপড় পড়ে ডান্স করা মানুষের ভক্তের অভাব নেই। কি যোগ্যতা আছে ওদের!! শুধু লাফালাফি ছাড়া কোন যোগ্যতা ওদের ভেতর আছে বলে মনে হয়না।

কবে যে মানুষ সক্রিটিসের মত মানুষদের ফ্যান হবে!

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:২০

আবদুর রব শরীফ বলেছেন: এই কথাটা বুজানোর জন্য এক কাহিনী, ধন্যবাদ ভাইয়া ৷ :)

৩| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০

আহসানের ব্লগ বলেছেন: :/

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: :( :((

৪| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৭

মহাকাল333 বলেছেন: সহমত।দারুন বলেছেন

০৭ ই মে, ২০১৫ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.