নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ প্রেমে অনার্স

০৭ ই মে, ২০১৫ রাত ১:২০

আজ লাকি সেভেন মে, প্রেমের অনার্স ডিগ্রী শেষ করলাম, দীর্ঘ চার বছরের সাপলি, ইমপ্রোভ, ফাস্টক্লাস, সেকেন্ড ক্লাস মিলে দীর্ঘ এক জার্নি, আমার মত একরোখা বদমেজাজি প্রেমিকের সাথে আমি শিওর মিস আদুরী ছাড়া আর কারো টিকে থাকা সম্ভব না, পান থেকে চুন খসলেই আমার মাথার চান্দি গরম হয়ে যায়, তারপর বাংলা হিন্দি ইংরেজী মিলে এক ভয়ঙ্কর কবিতার পান্ডুলিপি আবৃত্তি করতে থাকি,

যদি অনাকাঙ্খিত সেশন জটে না পড়ি আর এক বছরের মাথায় মাস্টার্স ডিগ্রীটাও কমপ্লিট করে ফেলব, তারপর আদুরির চাকরি করে বাকী জীবন কাটানোর ইচ্ছে আছে,


তবে আমাদের চেয়ে আমাদের ফ্যামেলি প্রেম টিকিয়ে রাখতে বেশী সিরিয়াস, ইচ্ছে ছিল আদুরীর ভাইয়ের সাথে ডিসুম ডিসুম করে, চৌধুরী সাহেবকে হুংকার দিয়ে, আমার প্রিয় ফ্লিম কেয়ামত থেকে কেয়ামত ফিল্মের মত পাহাড়ে জঙ্গলে পালিয়ে পালিয়ে প্রেমটাকে হরোয়েটিক করব, তা আর হলো না, আফসোস, উল্টো দু ফ্যামেলির চাপে, আমরা জগড়া করি না এই মর্মে লাউড স্পিকার দিয়ে বুজিয়ে দিতে হ‍য়, নিদ্রা কুসুম তৈল মাথায় দিয়ে প্রেম করছি আমরা,

তবুও আমার ফেভারিট গানের ফেভারিট লাইনগুলো গুনগুন করে যদি সিংগিং করি মন্দ কি!!

এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা

আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাপ নয়নে যাদু
রাঙা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমারি চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা....

সবাই দোআ করবেন আমাদের জন্য, আর একটা কথা, প্রেমের বেপারে কোন টিপস লাগলে আমার প্রেমও প্রেমালয়ের ঠিকানায় যোগাযোগ করতে পারেন ৷

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.