নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক আইডি হ্যাক করে আপনিও হয়ে যাবেন হ্যাকার ! :P :#)

০৫ ই মে, ২০১৫ রাত ৮:০১

Facebook Id hacking শিখুন খুব সহজেই
.
.
.
সবাই FB ID Hack করার কথা Ask করে।
তাই ভাবলাম ID Hack করার Way
টা বলেই দেই। সবাই কে আজ Step By
Step শিখাবো কিভাবে কারো ID
Hack করতে হয়। ID Hack করার
অনেকগুলো Way আছে। এর
মাঝে সবচেয়ে Easiest Way
টি নিয়ে Discuss করব…
facebook-logo-hacked
আশা করি পুরোটা সময় আমার
সাথে থাকবেন।


Step 1:
যার ID Hack করবেন
তাকে রাতে আপনার বাসায় Dinner
এ Invite করুন। হেভী খাওয়াদাওয়ার
আয়োজন রাখুন। বাসায় Senior Citizen
রাখা যাবে না।


Step 2:
রাতে খাওয়া শেষে Drinks এর
ব্যাবস্থা রাখবেন। সাধারন
মানের না, কড়া কিছু।
তাকে পেগের পর পেগ খাওয়ায়
যাবেন, কিন্তু
আপনি নিজে খাবেন না।


Step 3:
যখন তার আর Control থাকবে না, তখন
তার মুখের
সামনে একটি অতি অশ্লীল Movie Play
করে ভদ্রভাবে তার ID & Password
জিজ্ঞেস করুন। যদি ভদ্র কথায় কাজ
না হয় তাহলে তার
পেছনে লাথি দিন। (ভয় নেই,
পরে তার এগুলো কিছুই
মনে থাকবেনা।)
ব্যাস…. হয়ে গেলো ID Hacked !


সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
১. Facebook ID Password এর
সাথে অবশ্যই
E-Mail ID Password জেনে নিবেন,
নইলে কিন্তু Account Restore
করে ফেলবে।


২. Password পাওয়ামাত্রই Facebook এ
Login করে Password আর Security Question
Change করে দিবেন, Besides E-Mail
Password, Security Change করে দিবেন।


৩. অবশ্যই নিজে Drunk
হওয়া থেকে বিরত থাকবেন,
নাহলে কিন্তু নিজের ID টাই Hack
হতে পারে।

পূর্ব লেখার লিংকঃ Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৩০

জ্বলন্ত রিপন বলেছেন: খুব ভিষণ । :)

০৫ ই মে, ২০১৫ রাত ৮:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: হুম ৷ :P

২| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:০০

পুতুল আলতাব বলেছেন: বেপক বিনোদন =p~

০৫ ই মে, ২০১৫ রাত ৯:১২

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ৷ :D

৩| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:০৭

মাসুদ০১৯১ বলেছেন: ট্রাই করবানে ;)

০৫ ই মে, ২০১৫ রাত ৯:১৩

আবদুর রব শরীফ বলেছেন: আচ্ছা ভাইজান ৷ হিহি

৪| ০৬ ই মে, ২০১৫ সকাল ১১:১৪

মেনন আহমেদ বলেছেন: এইটা তো আমিই শিখায়ছিলাম আপনারে। :D :D :D

০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: হাহা তাই!? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.