নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এই ঘটনাটি যদি ধামাচাপা পরে ব্লগিং ছেড়ে দিবো, দরকার নেই মিষ্টি মিষ্টি কথার, আসুন দুর্বার আন্দোলন গড়ে তুলি!! :(

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০২

টাঙ্গাইলে চলন্ত নৌকায় বাবার সামনে দুই কিশোরী মেয়েকে ধর্ষন, মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি, প্লিজ বন্ধুরা এগিয়ে আসুন, এ কেমন বর্বরতা, অসভ্যতা!!



সূত্রঃ সময় টিভি ৷



টাঙ্গাইলে চলন্ত নৌকায় বাবার সামনে দুই কিশোরী মেয়েকে ধর্ষন, মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি, প্লিজ বন্ধুরা এগিয়ে আসুন, এ কেমন বর্বরতা, অসভ্যতা!!



সূত্রঃ সময় টিভি ৷



আবারও বলছি,



টাঙ্গাইলে চলন্ত নৌকায় বাবার সামনে দুই কিশোরী মেয়েকে ধর্ষন, মামলা করতে গেলে প্রাণনাশের হুমকি, প্লিজ বন্ধুরা এগিয়ে আসুন, এ কেমন বর্বরতা, অসভ্যতা!!



সূত্রঃ সময় টিভি ৷



এরপরও কি আমরা চুপ থাকবো!!!?



বিস্তারিত,



নদীতে চলন্ত নৌকায়,

বাবার সামনে ধর্ষণের শিকার

হয়েছেন দুই কিশোরী মেয়ে। সাথে

নির্যাতনের শিকার তাদের এক

বান্ধবীও। লোক লজ্জার ভয়ে প্রথমে আইনের আশ্রয়

না নিলেও, পরে একটি মামলা দায়ের করে

পরিবারটি।





কিন্তু এখন তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো

হচ্ছে বলে অভিযোগ করছেন নির্যাতিতরা। যদিও

পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বাত্মক

প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





নির্যাতিতারা জানায়, কর্মস্থল থেকে বাড়ি

ফেরার পথে একদল ডাকাত চলন্ত নৌকার নিয়ন্ত্রণ

নেয়। এরপর নৌযাত্রী দুই বোনসহ আরও একজনকে

তাদের বাবার সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ

ওঠে। হতভাগ্য বাবা বারবার আর্ত চিৎকার করেও

মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারেননি।





এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও তা তুলে

নেয়াসহ হত্যার হুমকি দেয়া হয় বারংবার।

চিকিৎসক জানান, ঘটনার ১৫ দিনের বেশি পার হয়ে

যাওয়ায় আলামত থেকে সত্যতা যাচাইয়ে চলছে

পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা।





টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী

বিশেষজ্ঞ ও সার্জন রিংকু রানী কর বলেন, ‘এ

বিষয়টি আমাদের কাছে আসলে, আমরা একটি

মেডিকেল বোর্ড গঠন করে প্রাথমিক পরীক্ষা শেষ

করেছি। সকল রিপোর্ট আমাদের হাতে এসে

পৌঁছালে আমরা বিস্তারিত জানাতে পরবো।’





তবে পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান

চালানো হচ্ছে।



সূত্রঃ ডেইলি মোশন ডট কম/সময় টিভি নিউজ

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: জি , থাকবো, কারন আমরা মেরুদণ্ডহীন ব্লগাররা ব্লগেই দৌড়ঝাঁপ করি, বাস্তবে আমদের থেকে কাপুরুষ আর নাই

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২

আবদুর রব শরীফ বলেছেন: এখন লাইভ দেখালে সময় টিভিতে আবার, খুব খারাপ লাগতেছে মেয়েগুলোর বাবার কান্না দেখে...

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

চেরু বলেছেন: নদীতে চলন্ত নৌকায়, বাবার সামনে ধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী মেয়ে। সাথে নির্যাতনের শিকার তাদের এক বান্ধবীও। লোক লজ্জার ভয়ে প্রথমে আইনের আশ্রয় না নিলেও, পরে একটি মামলা দায়ের করে পরিবারটি।

কিন্তু এখন তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করছেন নির্যাতিতরা। যদিও পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নির্যাতিতারা জানায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একদল ডাকাত চলন্ত নৌকার নিয়ন্ত্রণ নেয়। এরপর নৌযাত্রী দুই বোনসহ আরও একজনকে তাদের বাবার সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। হতভাগ্য বাবা বারবার আর্ত চিৎকার করেও মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারেননি।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও তা তুলে নেয়াসহ হত্যার হুমকি দেয়া হয় বারংবার।

চিকিৎসক জানান, ঘটনার ১৫ দিনের বেশি পার হয়ে যাওয়ায় আলামত থেকে সত্যতা যাচাইয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও সার্জন রিংকু রানী কর বলেন, ‘এ বিষয়টি আমাদের কাছে আসলে, আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করে প্রাথমিক পরীক্ষা শেষ করেছি। সকল রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছালে আমরা বিস্তারিত জানাতে পরবো।’

তবে পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

ভূঞাঁপুর থানার এস আই কমল সরকার জানান, ‘অভিযুক্ত আসামীদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।’

ঘটনা ১৩ এপ্রিলের হলেও লোক জানাজানির ভয়ে চেপে যায় নির্যাতিত পরিবারটি। কিন্তু পরে এলাকাবাসীর আশ্বাসের ভিত্তিতে ২৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হলেও, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

http://www.dailymotion.com/video/x2ohu2d_ব-ব-র-স-মন-দ-ই-ক-শ-র-ধর-ষ-ত-গ-র-ফত-র-হয়ন-অভ-য-ক-তর_news#from=embediframe

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আবদুর রব শরীফ বলেছেন: নদীতে চলন্ত নৌকায়,
বাবার সামনে ধর্ষণের শিকার
হয়েছেন দুই কিশোরী মেয়ে। সাথে
নির্যাতনের শিকার তাদের এক
বান্ধবীও। লোক লজ্জার ভয়ে প্রথমে আইনের আশ্রয়
না নিলেও, পরে একটি মামলা দায়ের করে
পরিবারটি।
কিন্তু এখন তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো
হচ্ছে বলে অভিযোগ করছেন নির্যাতিতরা। যদিও
পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বাত্মক
প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নির্যাতিতারা জানায়, কর্মস্থল থেকে বাড়ি
ফেরার পথে একদল ডাকাত চলন্ত নৌকার নিয়ন্ত্রণ
নেয়। এরপর নৌযাত্রী দুই বোনসহ আরও একজনকে
তাদের বাবার সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ
ওঠে। হতভাগ্য বাবা বারবার আর্ত চিৎকার করেও
মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারেননি।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও তা তুলে
নেয়াসহ হত্যার হুমকি দেয়া হয় বারংবার।
চিকিৎসক জানান, ঘটনার ১৫ দিনের বেশি পার হয়ে
যাওয়ায় আলামত থেকে সত্যতা যাচাইয়ে চলছে
পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী
বিশেষজ্ঞ ও সার্জন রিংকু রানী কর বলেন, ‘এ
বিষয়টি আমাদের কাছে আসলে, আমরা একটি
মেডিকেল বোর্ড গঠন করে প্রাথমিক পরীক্ষা শেষ
করেছি। সকল রিপোর্ট আমাদের হাতে এসে
পৌঁছালে আমরা বিস্তারিত জানাতে পরবো।’
তবে পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান
চালানো হচ্ছে।
ভূঞাঁপুর থানার এস আই কমল সরকার জানান, ‘অভিযুক্ত
আসামীদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত
আছে।’
ঘটনা ১৩ এপ্রিলের হলেও লোক জানাজানির ভয়ে
চেপে যায় নির্যাতিত পরিবারটি। কিন্তু পরে
এলাকাবাসীর আশ্বাসের ভিত্তিতে ২৫ এপ্রিল
একটি মামলা দায়ের করা হলেও, এখনো কাউকে
গ্রেফতার করতে পারেনি পুলিশ।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

চেরু বলেছেন: Click This Link

নদীতে চলন্ত নৌকায়, বাবার সামনে ধর্ষণের শিকার হয়েছেন দুই কিশোরী মেয়ে। সাথে নির্যাতনের শিকার তাদের এক বান্ধবীও

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আবদুর রব শরীফ বলেছেন: নদীতে চলন্ত নৌকায়,
বাবার সামনে ধর্ষণের শিকার
হয়েছেন দুই কিশোরী মেয়ে। সাথে
নির্যাতনের শিকার তাদের এক
বান্ধবীও। লোক লজ্জার ভয়ে প্রথমে আইনের আশ্রয়
না নিলেও, পরে একটি মামলা দায়ের করে
পরিবারটি।
কিন্তু এখন তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো
হচ্ছে বলে অভিযোগ করছেন নির্যাতিতরা। যদিও
পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বাত্মক
প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নির্যাতিতারা জানায়, কর্মস্থল থেকে বাড়ি
ফেরার পথে একদল ডাকাত চলন্ত নৌকার নিয়ন্ত্রণ
নেয়। এরপর নৌযাত্রী দুই বোনসহ আরও একজনকে
তাদের বাবার সামনেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ
ওঠে। হতভাগ্য বাবা বারবার আর্ত চিৎকার করেও
মেয়েদের সম্ভ্রম রক্ষা করতে পারেননি।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও তা তুলে
নেয়াসহ হত্যার হুমকি দেয়া হয় বারংবার।
চিকিৎসক জানান, ঘটনার ১৫ দিনের বেশি পার হয়ে
যাওয়ায় আলামত থেকে সত্যতা যাচাইয়ে চলছে
পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী
বিশেষজ্ঞ ও সার্জন রিংকু রানী কর বলেন, ‘এ
বিষয়টি আমাদের কাছে আসলে, আমরা একটি
মেডিকেল বোর্ড গঠন করে প্রাথমিক পরীক্ষা শেষ
করেছি। সকল রিপোর্ট আমাদের হাতে এসে
পৌঁছালে আমরা বিস্তারিত জানাতে পরবো।’
তবে পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান
চালানো হচ্ছে।
ভূঞাঁপুর থানার এস আই কমল সরকার জানান, ‘অভিযুক্ত
আসামীদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত
আছে।’
ঘটনা ১৩ এপ্রিলের হলেও লোক জানাজানির ভয়ে
চেপে যায় নির্যাতিত পরিবারটি। কিন্তু পরে
এলাকাবাসীর আশ্বাসের ভিত্তিতে ২৫ এপ্রিল
একটি মামলা দায়ের করা হলেও, এখনো কাউকে
গ্রেফতার করতে পারেনি পুলিশ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

মো: তাছলিমূল হক বলেছেন: দিন দিন বর্বর থেকে বর্বরতম হয়ে যাচ্ছি।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আবদুর রব শরীফ বলেছেন: একজন বৃদ্ধ বাবার করুণ আর্তনাদ আমরা বৃথা যেতে দিবো না ৷

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

পুলিশেরও মনে করা উচিত তাদেরও মেয়ে আছে। তাই সব সময় চাপের কাছে নতি স্বীকার না করে -আত্মার ডাকেও দায়িত্ব পালন করতে হয়!!

এউ শূয়রদের জন্য ক্রসফায়ার অপসনতো রয়েছেই!

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

আবদুর রব শরীফ বলেছেন: দৃষ্টান্তমূলক
শাস্তি দেয়া হোক।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: যারা এই সব ঘটনা ধামাচাপা দেয় তাদের বিবেকে জাগাতে হবে...

কিভাবে পুলিশ এই সব ঘটনাকে টাকা খেয়ে এড়িয়ে যায়???

মিডিয়াতে বড় ভাবে আসলে অবশ্যই সরকার বাধ্য হবে ব্যবস্তা নিতে....

এই ঘটনাটি যদি ধামাচাপা পরে ব্লগিং ছেড়ে দিবো,

ব্লগিং ছেড়ে দিয়ে কোন সমাধান হবেনা... বরং চালিয়ে যেতে হবে মানুষকে সচেতন করতে....

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আবদুর রব শরীফ বলেছেন: সময় টিভিতে বৃদ্ধ বাবার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছিল.
... :(

৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

নতুন বলেছেন: এই রকমের অপরাধ যারা করে তাদের জন্য ক্রসফায়ারের দরকার... তবে নতুন করে কেউ এই রকম কাজ করতে সাহস পাবেনা...

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম ৷

৮| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংকঃ Click This Link

৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অকথ্য! ঘৃণা জানাবার ভাষা নেই!

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক বলছেন ভাইয়া ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.