নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সেই বছর দশেক আগে এসএসসি পাশ করা বন্ধুটি বিদেশ গিয়ে আইফোন দিয়ে ছবি তুলে বলেছিল 'ব্রান্ড নিউ মডেল,'
আজ তার বেতন দু লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে, আমি বইয়ের ভিতর মুখ গুজে সার্টিফিকেট অর্জন করেছি শুধু,
তবুও এখনো দু টাকা বেতনের একটি চাকরি খুজে যাচ্ছি, টেনশনে টেনশনে আজ আমি হয়রান, কি পাবো! কি দিয়েছে দেশ আমায়!! সামান্য কয়টা টাকার জন্য দু লক্ষ স্টুডেন্টের সাথে লড়াই লাগানো ছাড়া!?
শত শত পরীক্ষা দাও, প্রিলি দাও, রিটেন দাও, ভাইভা দাও, দিতে থাকো, একবার না পারিলে দেখ শত বার,
মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে, " *** দেশ,বাংলাদেশ ৷"
কি দরকার ছিল SSC/HSC/HONs/MASTERS এর!? এসব সাবজেক্ট রিলেটেড পড়ার কি দরকার? যে ছেলেটা কোন রকম পাশ করে প্রাইভেটে পড়ে আজ ব্যাংকের সিনিয়র অফিসার, তার বেলায় *** মার্কা প্রতিযোগিতা কোথায় থাকে!!? বড় বড় বুলি কোথায় থাকে তখন??
অলিভ টারটাইল কোথায় পাওয়া যায় তার বাপেরে জিঙ্গেস করেন? সুন্দর বনের হরিণ প্রজাতির কয়টা ** তার উত্তর তাদের কাছেই আছে, আমার মত ক্ষুদ্র মস্তিষ্কে নাই ৷
৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
আবদুর রব শরীফ বলেছেন: আর ভালো লাগে না...
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
আমারনামবিডি বলেছেন: বিজনেস করা ভালো ভাই। আমি রহিমাফরোজের এইচআর ডিপার্টমেন্টে ৬ মাস কাজ করলাম, কিন্তু নিজের জবেরও কোন ঠিক ঠিকানা নাই। আল্লাহি ভালো জানেন যে সামনে কি আছে। শত শত মানুষের চাকুরির কাজ করলাম, অথচ নিজেরটাই চাইতে গেলে খরব থাকে না। বিজনেস করেন। তবে আগে শিখেন বিজনেস।