নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্প!! কি করতে পারি আমরা? :((

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭

একবার ছোটবেলায় ভূমিকম্পের সময় পুকুর পাড়ে দাড়িয়ে ছিলাম, দেখলাম পুকুরের পানি এদিক ওদিক দুলছিল, শরীলটাও দোলনার মত দুলতেছিল,অদ্ভুত ভালো লাগা!! নিজেদের দোলনা ছিল না বলে ছোট মনে যে আক্ষেপ ছিল সেই আক্ষেপের কারণে সুখানুভূতির সেই ভূমিকম্প কখনো মন্দ হতে পারে চিন্তা ও করতে পারি নি!!


তারপর ইংরেজী দ্বিতীয় পত্র কমপ্রিয়েনসনে আবার পরিচয় ঘটে ভূমিকম্পের সাথে, ওহ মাই গড!! আর্থকুয়েক, এত কঠিন সব শব্দ!! সত্যি যেন দাঁত ভেঙ্গে গেল তখন বুজলাম এভাবে হয়ত দালানও ভেঙ্গে যায়,


অতপর দেখলাম বিটিভি'তে একটি সচেতনতামূলক নির্দেশিকা, তখন থেকে প্যাকটিস করে যাচ্ছি, ভূমিকম্প আসলে কত সহজে টেবিলের তলে আশ্রয় নেওয়া যায়, মোটা মানুষদের দেখে আপসোস হতে থাকল, আমার মত অত সহজে কি তারা টেবিলের নিচে টুস করে ডুকে যেতে পারবে!!


এরপর টেলিভিশনের সুবাদে এবং বয়স বাড়ার সাথে সাথে অনেক বার ভূমিকম্পের সাথে যতবার পরিচয় হয়েছি ততবার আমাদের দেশের কথা মাথায় এসেছে,

ধরুন, নেপালে না হয়ে এই ভূমিকম্প যদি ঢাকায় আঘাত হানত, মুহূর্তে কি কয়েক লাখ মানুষ মারা যেত না!! তখন আমরা যদি বেচে থাকতাম সাহায্যের জন্য আশে পাশের দেশের দিকে তাকিয়ে থাকতাম, কি করুণ পরিস্থতি, আমার আপনার আপন কোন মানুষ হয়তো ধ্বংস স্তূপের নিচে পরে থাকত!!


ভাই,ভূমিকম্প ছাড়া যে দেশে এমনি রানা প্লাজা/তাজরিন ফ্যাশন ধ্বসে পরে সে দেশে যদি এমন একটি ভূমিকম্প উৎপত্তিস্থল হয় তাহলে কি হবে ভেবে সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে!!


অনেকে আজকে দেখলাম, ভূমিকম্প নিয়ে ফিলিং মজা নিচ্ছে, আল্লাহর দোহায় একটু চিন্তা করে দেখুন, কি ভবিষ্যত আমাদের সামনে অপেক্ষা করে থাকতে পারে!! আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো, নেপালকে এই শোক কেটে উঠার তওফীক দান করুন ৷৷


সর্বশেষ কথা, নেপাল আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করতে পারি?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংক Click This Link

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

একজন একা বলেছেন: বাংলাদেশ সরকারও উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০ পরিবহন বিমান রোববার দশ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছায়। সেনাবাহিনীর ছয়টি চিকিৎসা দল ও বিমান বাহিনীর ক্রুরা রয়েছেন এই প্রতিনিধি দলে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে জরুরি ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার , পানি ও কম্বল।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: শুনে ভাল লাগলো, আমাদের দেশে এমনি বিল্ডিং ভেঙ্গে পরে তখন সরকার আর কতটুকু করতে পারে!!!? তা ও খুশির সংবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.