নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভদ্রলোক লেখালেখি আর খরগোশ পালন করতেন, খুব ভাল লিখতেন, তার স্বপ্ন খরগোশ নিয়ে, খরগোশের প্রজনন ক্ষমতা খুব ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে একটি বাসা'তে তার খামারটি ছিল, আমাকে বিকেলে খামারে ইনভাইট করে "খরগোশ দিয়ে বাংলাদেশের দারিদ্র দূরকরণ শীর্ষক" তালিম দিতেন, ভালো লাগতো,
দুঃখের বিষয়, একে একে তার খরগোশগুলো মরতে আরম্ভ করল, একদিন গিয়ে দেখি, মাত্র দু তিনটে আছে, শেষ হয়ে গেলো বাংলাদেশ পাল্টানোর একটি স্বপ্ন,
এখনো তার কনফিডেন্স অনুপ্রেরণামূলক লেখাগুলো আমাকে ভাবায়, মজার বেপার ভদ্রলোকের নামটা ভুলে গেছি, তার স্বপ্ন কখনো ভুলতে পারবো না,
এভাবে বাংলাদেশ পাল্টানোর অনেক স্বপ্ন ছড়িয়ে আছে চারপাশে, দরকার একটু একতার,দরকার সব স্বপ্ন মিলে একটি বৃহৎ স্বপ্নের,
মাঝে মাঝে ইত্যাদি'তে কিছু প্রতিবেদন দেখি, কেউ দেশ জুড়ে তাল গাছ লাগায়, কেউ মাইলের পর হেটে হেটে বই বিলি করে, কতজন কতকিছু করে যায় নিরবে নিভৃতে, কেউ একটি দিনও ছুটি কাটায় না, স্বপ্ন সবার একটাই বাংলাদেশ, এমন মানুষগুলো আছে বলে এক দিন সত্যিই বাংলাদেশ এগিয়ে যাবে, প্রমিজ!! এগিয়ে যাবে, স্বপ্নের মৃত্যু একটি নতুন স্বপ্নের জন্ম দেয়, খরগোশের প্রজননের মত স্বপ্নের বাম্পার ফলন হবে একদিন, সেদিন আর কোন খরগোশের অকাল মৃত্যু হবে না.....
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫
আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংক Click This Link