নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি থেকে বর্তমান জিঙ্গাসা, এভাবে কি হারিয়ে গেল একটি প্রেম!!? :((

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

ছেলেটা একটু মোটা, মেয়েটা চিকন, কাপলটি আইন বিভাগে পড়ত , সব সময় তাদের একসাথে দেখতাম, কেন জানি ভালো লাগতো তাদের দূর থেকে দেখতে, কলেজের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগ, তাই ক্লাসরুমে বসে ওদের দেখতাম, কেমনে সারাদিন একসাথে থাকে ভাবতাম, ইচ্ছে হতো তাদের আলাদা দেখার, একরোখা দৃশ্য দেখতে কয়দিন ভালো লাগে!

একদিন বন্ধুসহ মাঠে বসে আছি, কাপলটা ও একটু দূরে মাঠের কর্ণারে রাস্তার ধারে বসে আছে, বলা নেই কওয়া নেই, মেয়েটা ছেলেটাকে কলার ধরে থাপ্পর মারতে আরম্ভ করলো, ছেলেটা অত্নরক্ষার জন্য মেয়েটাকে একটু ধাক্কা দিলে বেচারি এমনে ও চিকনা, ড্রেনে পড়ে গেল, ছেলেটা উঠতে বলছে কিন্তু ড্রেনে লম্বা হয়ে শুয়ে আছে,


তারপর রাস্তায় শুয়ে কান্নাকাটি করতে লাগল, ছেলেটা মেয়ের বাবাকে ফোন করতেছে মে বি, তারপর কিছুক্ষণ পর পরিবার থেকে লোক আসল সিএনজি নিয়ে, মেয়েটি কে আড়কোলে সিএনজিতে উঠিয়ে ছেলেটিসহ চলে গেল,


পড়েছিল ছেলেটির চশমার ভাঙ্গা কাঁচ, মেয়েটির ভাঙ্গা চুলের কিলিপ, কি মনে করে ভাঙ্গা কাঁচটি নিয়ে এসে অনেকদিন যত্ন করে রেখেছিলাম, এর পর আর কখনো তাদের দেখি নি!! শত শত কাপোলদের মাঝে আজও মনে হয়, ওরাই শ্রেষ্ঠ কাপোল!! কেন এমন হলো!! খুব জানতে ইচ্ছে করে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুক লিংক Click This Link

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

ভবোঘুরে বাউল বলেছেন: ঘটনায় আমার মানুষিক অনুপ্রবেশ ঘটল।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

আবদুর রব শরীফ বলেছেন: আসলে সম্পর্কের টানা-পোড়েনগুলো অনেকটা জটিল... :((

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

কেএসরথি বলেছেন:

ছোট ছোট কারনে, বড় বড় সম্পর্ক ভেংগে যায়।
বড় বড় কারনে, আজকাল ছোট ছোট সম্পর্ক তৈরি হয়।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম, কেন এমন হয় তার কোন যৌক্তিকতা তখন থাকে না.... #(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.