নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রথম দেখাতেই এক ধরনের ব্যক্তিত্বসম্পন্ন ছেলের
প্রেমে পড়ে যান বেশিরভাগ মেয়ে।
এবারের প্রশ্ন হলো কেন এ ধরনের ছেলের প্রেমে পড়ে?
আসুন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসরণ
করে তেমন কিছু বিষয় জেনে নিই।
হাসিখুশি ছেলেরা অনেক বেশি সামাজিক :
হাসিখুশি ও প্রাণোচ্ছ্বল ছেলেরা অনেক
বেশি সামাজিক হয়ে থাকেন। সামাজিক মানুষ
সকলেরই পছন্দ। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু
করে সবখানে বেশ সহজে মিশে যেতে পারেন।
এ ধরনের মানুষ সাধারণত ধৈর্যশীল হন।
যেকোনো অবস্থায় মানিয়ে নিতে পারেন।
তাই প্রেমিককে কারো সঙ্গে পরিচয় করিয়ে
দিতে খুব একটা চিন্তা করতে হয় না। তিনি
জানেন প্রেমিকপ্রবর অল্পতে মনোক্ষুণ্ন হন না।
সঙ্গীর বন্ধুদের সঙ্গে ভালভাবে মিশতে
পারেন :
নিজের বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট
হয়ে যাওয়া কেউই পছন্দ করেন না। প্রায়শ দেখা
যায়, প্রেম কিংবা বিয়ে হলে মেয়েরা নিজের
বন্ধু-বান্ধবের কাছ থেকে অনেক দূরে সরে যান।
সে ক্ষেত্রে অনেকে ভাবেন বন্ধুর প্রেমিক বা
স্বামী সামাজিক নন। অন্যদিকে নিয়মিত
দেখা সাক্ষাৎ বা কথা না হলে কাছের বন্ধুরাও
দূরের হয়ে যায়। তাই মেয়েরা এমন ছেলে পছন্দ
করেন যারা তার বন্ধুদের সঙ্গে মিশে যেতে
পারেন।
প্রেমিকার মুখে খুব সহজেই হাসি ফোটাতে
পারেন :
একজন মজার মানুষ সকলের মুখে সহজে
হাসি ফোটাতে পারেন। আর মেয়েরা তাই
চান। আর সব চাইতে মজার ব্যাপার হল— একজন
মজার মানুষের সঙ্গে খুব বেশিক্ষণ রাগ করেও
থাকা যায় না। অভিমান ও রাগ থাকলে
ছেলেটির মজার কথায় তা সহজে মুছে যায়। এতে
সম্পর্ক আরও মজবুত হয়।
এমন ছেলেরা আত্মবিশ্বাসী হয়ে থাকে :
প্রাণোচ্ছ্বল ও হাসিখুশি ব্যক্তিত্বের মানুষ
অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকেন।
তিনি সামাজিক বলে সকলেই তাকে পছন্দ
করেন। এ শক্তিটিই তার মনে আত্মবিশ্বাসের
সৃষ্টি করে। আর একজন মেয়েও আত্মবিশ্বাসী
ছেলেদের অনেক পছন্দ করেন। কারণ
আত্মবিশ্বাসী পুরুষেরা অনেক বেশি আকর্ষণীয়
হয়ে থাকেন।
মেয়েরা নিরাপত্তা খুঁজে পান :
হাসিখুশি
প্রাণোচ্ছ্বল মানুষেরা জীবনের সকল কিছুর
মধ্যে মজার কিছু খুঁজে পান। তারা জীবনকে
ইতিবাচকভাবে দেখেন। এ মনোভাবের কারণেই
মেয়েরা তাদের মধ্যে নিরাপত্তা খুঁজে পান।
আমার সাথে কোন পয়েন্ট মিলে নাই কেরে!!
১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: টাইমস অব ইন্ডিয়ার কথা, আমার না ভাই ৷
২| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৬
আদম_ বলেছেন: কিছুই না। সাহস করে বলে ফেললেই হলো। সব ছেমড়ি গুলা প্রেমের করার জন্য মুখিয়ে থাকে।
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৬
আবদুর রব শরীফ বলেছেন: হাহা দু দিনের প্রেম
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৫
আলপিন ম্যান বলেছেন: ভুয়া কথা
আমার তো গার্লফ্রেন্ড আছে, আপনার দেয়া এই সব পয়েন্টের কোন গুণ নাই। আসল কথা হল সাহস। একটা মেয়ের সামনে যেয়ে তাকে প্রপোজ করার সাহস কি আপনার আছে?