নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ভাই আরো চিল্লাবেন, আর একটু চিল্লায় নেন, শেষ! এবার গুগুলে গিয়ে 'ইসলাম/ISLAM' সার্চ দিন, কিরে ভাই!! সার্চ দিতে গিয়ে কই হারায় গেলেন!! ও বুজছি জ্ঞানের সমুদ্রে অবগাহন করতেছেন, লক্ষ লক্ষ ইসলামিক টপিকস পেয়ে আনন্দে অাটখানা, একটু পরে গিয়ে হুজুরের ভুল ধরবেন, খুব ভালো কথা, এই যে হাজার হাজার ইসলামিক বিশ্লেষণ তা হলো ব্লগ, আপনি কি মনে করছিলেন!? গুগুল বসে বসে হাজার হাজার ইসলামিক জ্ঞানগর্ভ টপিকস লেখে?! হাহা, মনের কথা মনে চাপায়া যান, পাশের বাসার সদ্য জন্ম নেওয়া ডিজিটেল ছেলেটা আপনার কথা শুনলে হেসে কুটিকুটি হইবো, কোন ওয়েবসাইটের ব্লগে কেউ না কেউ এসব উপকারী পোস্টগুলো লিখছে, আর যে ব্লগে লিখে তাকে ব্লগার বলে ৷ এবার প্রশ্ন করি, ব্লগার মানে নাস্তিক না আস্তিক?
না বুজলে গুগুলে আবদুর রব শরীফ আমার নামটা লিখে সার্চ দিন, দেখবেন আজকের সকালে আমি কি দিয়ে নাস্তা করছি তা গুগুলে দেখতে পারবেন, নাতী/নাতনিরা তাদের দাদা কি দিয়ে নাস্তা করত তা জানতে চাইতে পারে, তখনতো স্মৃতিশক্তি আজকের মত থাকবে না, তাই ভবিষ্যত চিন্তা করে ব্লগে লিখে রাখছি, আপনি আপনার সখিনার প্রেমপত্র নাতী-নাতনি'দের দেখার জন্য যখন ব্লগে লিখে রাখবেন, আপনি হয়ে যাবেন ব্লগার ৷
যে লেখাটা পড়তেছেন, এখন যদি তা ব্লগে পোস্ট করি তখন, গুগুলে ব্লগ কি? সার্চ দিলে এই লেখাটা আপনার কাছে এসে হাতনাড়া দিবে, এটাই ব্লগ, এভাবে একটি একটি ওয়েবসাইট(world wide web) থেকে বিন্দু থেকে মহাসিন্ধুতে পরিণত হয়েছে আজকের গুগুল ৷ আপনি ভাবেন, আহা! বেচারারা কি না অমানুষিক পরিশ্রম ই না করে!! সারাদিন মনে হয় ইসলাম নিয়ে লেখা-লেখি করে ৷এতো এতো ডকুমেন্ট!! আরে না ভাই, গুগুল আমার আপনার লেখাগুলো জাস্ট সংরক্ষণের দায়িত্ব নিয়েছে বেচারা ব্যাংক বাবার মত ৷
তবে হা ভুলে ও চটি লিখে সার্চ দিবেন না মহাশয়, হিতে বিপরীত হবে! ওখানে সানি আপার অন্দরমহলের একক আধিপত্য ৷ কোন ননভেজ পাবলিক কাজ না থাকলে অকাজগুলো করে বেড়ায়, অনেক কারণ থাকতে পারে, ওয়েব সাইটগুলো জনপ্রিয় হলে ওখানে দু একটা বিজ্ঞাপন পেলে দু চার টাকা ইনকাম হয় শুনছি, বাদ দেন, আপনার পছন্দের ওয়েবসাইট ক্লিক করে করে জনপ্রিয় করুন ৷ গুগুল মামা কিন্তু রেটিং করে, রেটিং এ শুনছি সানি আপ্পারর নাম প্রথথথম্মে আসে, বুইজা লন, আপনার টাকার উপর বইসা, বেবী ডল নাচে, মাইন্ড খাইয়েন না ৷ আসুন ননভেজ বাদ দিয়ে ভেজ হয় ৷
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০
হৃদপিণ্ড বলেছেন: ভালো লিখেছেন.।
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ভাইজান ৷
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১২
আবদুর রব শরীফ বলেছেন: লেখাটা কিছু না জানা ফেসবুকারদেরকে উৎসর্গ করলাম ৷