নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জন্মেই শুনেছি রক্তপাতের টুপ টুপ শব্দ, আমাকে বর্ষার গান শুনাতে আসিও না,
মানবতার দুচোখে অবিরত দেখেছি বৃষ্টি,
সৃষ্টি সুখের উল্লাসকে রূপকথা মনে হয়!!
ইতিহাসের পাতায় পাতায় রক্তের হোলি
কত মানবরে ওরা যুগে যুগে দিয়েছে বলি,
সাম্য গান গেয়ে স্বার্থপর ভন্ডরা সব চলি
মানুষেরে ঘৃণা করে, মুখে বড় বড় বুলি ৷
যুদ্ধে জিতলে রাজা, হেরে গেলে প্রজা,
অস্ত্র কিরিচ যতকিছু আছে সব চালা-
চামচা মুখে ফুল ছিটিয়ে ,অসম শালা!
সুন্দরীদের মাল্য নিয়ে,'মহাবীর ! মাইরালা! হেরেমে নিয়া মাইরালা!
প্রেম মুড়িয়ে ঝালমুড়ি চিবিয়ে লিখবো বর্ষার কবিতা-
ছন্দে ছন্দে দন্ধ মিশিয়ে জানাবো আগমনী বার্তা,
ধুয়ে মুচে যাবেরে যত্তসব বিগত অন্যায়ের রাস্তা,
চোখের পানি মুচে যাবে বর্ষার জল পেয়ে সস্তা ৷
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭
আরজু পনি বলেছেন:
আমাকে বর্ষার গান শুনাতে আসিও না,
এখানে "আসিও না" এর বদলে এসো না হতে পারে কি ?
সুন্দর লিখেছেন।