নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এরপরও কি ভারত প্রেমীদের টনক নড়বেনা ???
পেপসি পানীয় নিয়ে - বাংলাদেশ
ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ
নিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন
বানিয়েছে ভারত। এই বিজ্ঞাপনে দেখা যায় -
"বুকে ইন্ডিয়া লেখা এক ছেলের বাসায় কলিংবেল
বাজছে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ
লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির
হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর
বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালের
দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে,
সেখানে একটি বিশ্বমানচিত্র
আছে যেখানে ইন্ডিয়ার
পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা "1971,
India created Bangladesh" ।
এটা দেখার পর বুকে বাংলাদেশ
লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম
করে চলে যায়।"
এই বিজ্ঞাপন দেখার পরেও বাংলাদেশী ভারত
প্রেমীদের যদি টনক না নড়ে এবং তাদের
ভারতপ্রীতি যদি বলবত থাকে তাহলে এটাই প্রমাণিত
হবে এদের দেশপ্রেম বলতে কিছুই নেই । ১৯৭১
সালে আমাদের বাংলাদেশ আমরাই গড়েছি,
কোনো স্বার্থবাদীদের করুণায় আমাদের এই
স্বাধীনতা অর্জিত হয়নি ।
আমরা বিশ্বকাপ চাইনা । আমাদের শুধু একটাই চাওয়া -
কোয়ার্টার ফাইনালে ভারতকে হারানোর
মাধ্যমে আমরা এই অপমানের প্রতিশোধ নিতে চাই ।
প্রণাম তো দূরের কথা তাঁদেরকে হারানোর
মাধ্যমে আমরা তাঁদের গালে জুতা মারতে চাই ।
বাংলাদেশ ক্রিকেট দল !!! তোমরা কি তা পারবে ???
ইউটিউব লিঙ্ক
m.youtube.com/watch?v=8osmsfcmjhk
©somewhere in net ltd.