নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস.এস.সি পাশ ২০০৯। ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইন্জিনিয়ারিং শেষ ২০১৩। বি.এস.সি. ইন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং শেষ ২০১৮। এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে এখন নিউরো-সাইন্স নিয়ে গবেষণা করছি।

ততততততততততততততত

লেখালেখির অভ্যাস নেই, তবুও লিখতে ইচ্ছা করে...

ততততততততততততততত › বিস্তারিত পোস্টঃ

⭕ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ⭕

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৬



আমরা পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারা’র ১৫৬ নম্বর এই আয়াতটি সাধারণত যখন কেউ মারা যায় অথবা আমাদের কোন কিছু হারিয়ে গেলে খোঁজার সময় পড়ে থাকি …
.
অথচ আমরা যদি এই আয়াতটির আগের আয়াত ও পরের আয়াত অর্থাৎ ১৫৫ ও ১৫৭ নম্বর আয়াত পড়লে দেখতে পাই এই আয়াতটির ব্যাপ্তি আরও অনেক বিশাল …
.
১৫৫ : আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।
.
১৫৬ : যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।
.
১৫৭ : এরাই তারা, যাদের প্রতি তাদের রব-এর কাছ থেকে বিশেষ অনুগ্রহ (মাগফিরাত) এবং রহমত বর্ষিত হয় এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।
.
এ আয়াতটি কখন কখন পড়তে হবে ?
.
আমরা যদি এই তিনটি আয়াত কয়েকবার পড়ি এবং অনুবাদটি বুঝার চেষ্টা করি তাহলেই আমরা খুব সহজেই বুঝতে পারব ইনশাআল্লাহ ...

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: এ আয়াতটি ঠিক মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, যদিও আমরা অনেকে ভুল করে ধারণা করে থাকি যে এ আয়াত উচ্চারণ করলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। এ আয়াতটি কেবলই আত্মোপলব্ধির জন্য, মৃত ব্যক্তিকে দেখে কিংবা তার মৃত্যুর কথা শুনে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৯

ততততততততততততততত বলেছেন: খায়রুল আহসান সাহেব আপনার মন্তব্যটি ভাল লাগলো।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর উপস্থাপন। ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

ততততততততততততততত বলেছেন: মহাজাগতিক চিন্তা :: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

ততততততততততততততত বলেছেন: কাজী ফাতেমা :: বারাকাল্লাহু ফিকুম।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

মওদুদ মান্নান বলেছেন: সত্যি বলতে আমি জানতাম না এই আয়াতের অর্থ। আপনার জন্য আজ জানলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

ততততততততততততততত বলেছেন: মওদুদ মান্নান :: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: প্রভু আমাদের সবাইকে ভালো রাখুক।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

ততততততততততততততত বলেছেন: রাজীব নুর :: আমিন, আল্লাহ কবুল করুন।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ।

আপনি যেহেতু বেশ পুরনো একজন ব্লগার। সামুতে আছেন বহু বছর। যুগ পার করেছেন আরও আগে। এতটা দীর্ঘ সময় ব্লগে থাকতে পারাটা নিঃসন্দেহে আনন্দিত হবার মত বিষয়।

আপনার কল্যানকামী হিসেবে ছোট্ট একটি অনুরোধ রেখে যেতে চাই, এখানে অর্থাৎ, সামুর ব্লগারদের সকলের বয়স কিংবা ব্যক্তিগত অবস্থাদি বিবেচনা করে তাদেরকে চিনে নেয়া সকলের জন্য সহজ কাজ নয়, কিন্তু কাউকে কাউকে জানা হয়তো অসম্ভবও নয়। কারণ, অনেকেই রয়েছেন, যারা ব্যক্তি হিসেবে নানাক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এসব ব্লগার এখানেও নানা কারণে বিখ্যাত, পরিচিত এবং সকলের শ্রদ্ধার পাত্রও। এমন সম্মানিত ব্যক্তিবর্গের কেউ কেউ সামুর প্রোফাইলে নিজের ছবিও ব্যবহার করে থাকেন। মুখচ্ছবি দর্শনের মাধ্যমে একজন ব্যক্তির বয়স খুব সহজেই অনুমান করা সম্ভব।

আমরা একটু সচেতন হলে তাদেরকে অন্ততঃ চিনে নেয়া আমাদের জন্য কঠিন কিছু নয়। সর্বজন শ্রদ্ধেয় কিংবা বয়োজ্যেষ্ঠ এমন যে কেউ আমাদের নিকট থেকে সম্মান পাবার যোগ্য। এমন শ্রদ্ধেয় কাউকে সম্বোধন করতে আমরা যদি আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে সচেষ্ট হই, তা আমাদেরই সম্মান বৃদ্ধির কারণ হবে।

এই মন্তব্যটি নিতান্তই আপনার কল্যানকামী হিসেবে কৃত। এরপরেও এটির জন্য আপনি কোনভাবে কষ্ট পেয়ে থাকলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং মন্তব্যটি মুছে দিতে অনুরোধ রাখছি।

শুভকামনা আপনার জন্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

ততততততততততততততত বলেছেন: নকিব সাহেব :: আপনার ভেতরে লেখকে'র প্রতিভা রয়েছে।

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: আপদ বিপদে ইন্না লিল্লাহ পড়ে জানি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩১

ততততততততততততততত বলেছেন: জি।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

নীল আকাশ বলেছেন: ভালো পোস্ট।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

ততততততততততততততত বলেছেন: নীল আকাশ :: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন কিছু হারিয়ে গেলে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন পড়লে' জিনিস খুঁজে পাওয়া যায়। হয় খুঁজে পাবেন নয়ত কোন ব্যবস্থা হয়ে যাবে।

শুধু মৃত্যু না যে কোন ভয়ংকর সংবাদ শুনলে এই দোয়া পড়া উত্তম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

ততততততততততততততত বলেছেন: সাড়ে চুয়াত্তর :: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.