নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস.এস.সি পাশ ২০০৯। ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইন্জিনিয়ারিং শেষ ২০১৩। বি.এস.সি. ইন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং শেষ ২০১৮। এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে এখন নিউরো-সাইন্স নিয়ে গবেষণা করছি।

ততততততততততততততত

লেখালেখির অভ্যাস নেই, তবুও লিখতে ইচ্ছা করে...

ততততততততততততততত › বিস্তারিত পোস্টঃ

আসলেই : নিজের ভুল সংশোধন করা কঠিন :(

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

নিজের ভুল সংশোধন করা কঠিন।
কিন্তু সমাজের সবাই যখন সেই ভুলের উপর প্রতিষ্ঠিত থাকে,
তখন সেই ভুল একাকি সংশোধন করে চলা আরও কঠিন।
.
এর মূল কারণ আল্লাহকে ভয় না করে,
মানুষে কে কি বলবে সেই চিন্তা করা,
যা কিনা আরও বড় ভুল।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

তার আর পর নেই… বলেছেন: ভাই ততততততততততততততত আপনি দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর হঠাৎ আধ্যাত্মিক চিন্তা?

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

ততততততততততততততত বলেছেন: হঠাৎ গতকাল আমার সামুর এক ব্লগার বন্ধু মনে করিয়ে দিলো, আমি সামুতে আর লিখিনা কেন ? তাই সামুর সেই ব্লগার বন্ধু ধন্যবাদ।

আর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ভুলটা তাহলে ঠিক করে নিন। ভুল আর কারণ বানান ঠিক করে নিন।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

ততততততততততততততত বলেছেন: এখুনি করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

তার আর পর নেই… বলেছেন: হঠাৎ বানানও ঠিক করে নিন।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

ততততততততততততততত বলেছেন: আপনাকে যে কতগুলো ধন্যবাদ দিব তাই চিন্তা করছি।
আবার এই চিন্তাও মাথায় ঘুরছে যে, এইটা লিখতে আবার কোন ভুল হয় নাকি !!

আপাতত আপনার দেখানো ভুলগুলো ঠিক করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। B-)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

ততততততততততততততত বলেছেন: ভুল সংশোধনে সফলতা আছে, ব্যার্থতা নেই, লজ্জারও কিছু নেই।
আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেই, পূর্বের যত পাপ রয়েছে তা আল্লাহ নেকীতে পরিনত করে দেই। (আল কুরআন : সুরা ফুরকান : ৭০-৭১)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.