![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)
কতো উঁচুতে ওড়ে, একটা মিসাইল?
চাঁদকেও গিলে ফেলতে পারে ওটা?
স্পর্শ করতে পারে আকাশের তারাকেও?
পারে না বোধয়, তাই না?
.
বাপ - মা হারা ইয়াতিম সোনার টুকরা আমার
চলো, একটা খেলা খেলি তুমি আর আমি
চলো, এই উদ্বাস্তু শিবিরের তাঁবুকে ঘিরে পাক খাই
পাক খাই মর্গ ঘিরে
ছুটে চলি সেই রাস্তাগুলিতে, যা ছিল তোমার বাড়ির মতোই, একদা
চলো কুড়িয়ে নিই তোমার খেলনাগুলো
কুড়িয়ে নিই বোমার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া তোমার হাত, তোমার পা
তোমার হাসি
তোমার বন্ধুরাও সামিল হতে পারে এই খেলায়
হয়তো আম্মুকেও দেখা যেতে পারে তোমার
.
এসো, অঞ্জলি পেতে রাখা আমার দু' হাতের তালুতে একে একে পা রেখে দাঁড়াও
আর আমি তোমাদের ছড়িয়ে দেই আলতো করে
গোটা আকাশ জুড়ে
তোমাদের হাসিরা আকাশ জুড়ে ছড়িয়ে থাকুক নক্ষত্রপুঞ্জ হয়ে
তোমাদের চোখ থেকে মুক্তোর দানার মতো ঝরে পড়া অশ্রু
হয়ে থাক আকাশের বুকে ঝরে পড়া তারা
যাতে করে আবার যখন রাত ঘনিয়ে আসে
তোমাদের আর ঘনায়মান আঁধারকে ভয় না পেতে হয়।
.
আর, তোমাদের এই রেখে যাওয়ার পৃথিবীতে
বোমা যখন আমাদেরকে তাড়া করে ফিরবে
যদি বেঁচে যাই, তো ধ্বংসস্তূপের ওপর বসে
আকাশের দিকে তাকাবো
দেখবো, আকাশ জুড়ে তোমরা জ্বলছ মিটমিট করে
নিজ নিজ আলোয়
আর এই ভেবে সান্ত্বনা পাবো যে
তোমাদের আর এই আঁধার, ছুঁতে পারবে না কখনো।
.
কবিতা - গাজার রাতের আকাশে অনেক তারা
মূল - @fatimazsaid
আমার অনুবাদ
২| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৪
কামাল১৮ বলেছেন: অনেক দিন পর এলেন।
৩| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫৯
কাঁউটাল বলেছেন: মুহাম্মদ জাফর ইকবালের একটা সাইন্স ফিকশন পড়েছিলাম। একদল বাচ্চা সম্ভবত একটা পারমানবিক বোমারু বিমান হ্যাক করে আকাশে উড়িয়ে দেয় এবং বন্দিদের ছেড়ে না দিলে বোমা মেরে শত্রুপক্ষের পুরো শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই সময় একটা বাচ্চা হুমকি দেয় যে তার মা কে মুক্ত করার জন্য দরকার হলে সে পৃথিবীর সব শহর বোমা মেরে উড়িয়ে দিবে।