নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
যাদের কারণে আন্দোলনের সফল হলো, তারাই রয়ে গেছেন অবহেলিত। চিকিৎসা খরচ মেটাতে কেউ সন্তান , জমি, বউয়ের গয়না বিক্রি করতে হয়েছে। আর সমন্বয়করা বিভাগীয় সমাবেশ নিয়ে ব্যস্ত অথচ তাদের উচিত ছিলো আগে শহীদ পরিবারের খোঁজ+ আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। রক্তস্নাত পথের অনেকটা এখনো বাকি, আত্নতুষ্টির সুযোগ নাই.....
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি হয়ে থাকলে বিষয়টি দুঃখজনক অবশ্যই। বর্তমান সরকারের উচিত বিষয়গুলো আরো সুচারুভাবে তদারকি করা। আর কেউ যদি সহায়তা না করে, তবে তার পুরো বিলটি আমিই দিতে ইচ্ছুক, তবুও বাচ্চাটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়া হোক। ঐ পরিবারের সাথে যোগাযোগের কোন উপায় থাকলে জানাবেন। ধন্যবাদ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১
কামাল১৮ বলেছেন: আমাদের প্রধান উপদেষ্টা নিহত রাজাকারকে দেখতে গাইবান্ধা চলে গেলো।ঘরের পাশে আহতদের দেখতে তার সময় নাই।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০
আরািফন বলেছেন: আর মানবতার মাম্মী লাশের উপ্রে খাঁড়ায়া মেট্র রেলের জন্য কানছে
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ওই সন্তানকে আজকে তার বাবা-মায়ের কাছে ব্যাক করিয়ে দেওয়া হয়েছে। সন্তানটা তার বাবা মাকে ফেরত পেয়েছে। লোকাল ছাত্ররা এবং প্রশাসনের লোক এই ব্যাপারে হেল্প করেছে। সরকার নাম্বার দিয়েছে 01759114488 এবং 01769954192. যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রত্যেকের ফোনে নাম্বারটা এসএমএস করা হয়েছে। ফোন না করে বউয়ের চেইন বিক্রি, সন্তান বিক্রি, এগুলো কেন করা হচ্ছে? ভিক্টিম না হয় না জানতে পারে, কিন্তু যারা নিউজ করছেন তারা কি বিষয়টা জানেন না?
কামাল১৮ বলেছেন: আমাদের প্রধান উপদেষ্টা নিহত রাজাকারকে দেখতে গাইবান্ধা চলে গেলো।ঘরের পাশে আহতদের দেখতে তার সময় নাই। আমি নিশ্চিত কামাল১৮ একজন ভারতীয় রাজাকার, দালাল।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯
ক্লোন রাফা বলেছেন: প্র. মো. সা. হোসেনের তথ্য অনুযায়ি ঘটণা তাহলে সত্যি। যাক শেষ পর্যন্ত সমাধান হওয়ায়..।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
ঢাবিয়ান বলেছেন: আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার ।শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে।
কিছু অনলাইন পোর্টাল অপপ্রচার চালাচ্ছে। ডেইলি স্টারের নামে ভুয়া কোন পোর্টাল কিনা কে জানে ! তবে কোথাও যদি অনাকাংখিত ঘটনা ঘটে থাকে তবে ভুক্তভোগীদের উচিৎ জায়গামত যোগাযোগ করা ।সাংবাদিকরা যদি হলুদ সাংবাদিক না হয়ে মানুষ হত তবে যেই হাসপাতাল বিল করেছে তাদের নাম প্রকাশ করতে পারতো। কোন অমানবিক হাসপাতাল সরকারের নির্দেশ উপেক্ষা করেছে , সেটা বরং জানা বেশি জরুরী।