নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
ঘুম থেকে উঠেই আমার মেয়ে সোফি জিজ্ঞেস করলো 'বাবা, ভোট দিতে যাবেনা?' আমি সরাসরি অনিচ্ছাবশত বললাম ' যাবোনা মা'। মেয়ে জিজ্ঞেস করলো 'কেন?'। আমার কাছে এই কেনটা'র কোন উত্তর নাই, আমি বিব্রত!
ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলাম। পেছনের বারান্দায় গিয়ে দেখলাম আজ ভোরের বাতাস একটু বেশী জোরেই বইছে। টবের গাছগুলো দেখে মায়া হলো।বালতি আর মগ নিয়ে এসে পানি দিলাম। তখনো ভোরের আলো ফুটবো ফুটবো করছে। রবি ঠাকুরের 'তখনো কুহেলী তলে সখা তরুণী উষার ভালে' টাইপ সকাল।
ভারী জামা কাপড় জড়িয়ে সাইকেল নিয়ে চুপি চুপি বের হলাম বাসা থেকে। প্যাডেল ঘুরিয়ে এলাকাটা চক্কর দিতে দিতেই কয়েকটি নির্বাচনী কেন্দ্রর সামনে থেকে ঘুরে এলাম। পথেই আমার বাবার কবর পড়লো। একটু থেমে কবর জিয়ারত করলাম।
ভোট কেন্দ্রগুলাতে পুলিশের উপস্থিতি লক্ষ করলাম। এক জায়গায় নির্বাচনী জিনিস ভরা গাড়ী ও দেখলাম।একেবারে কবরস্থানের মাঝের রাস্তাটায়। দুইপাশে অগনিত কবর। আমি মনে মনে হাসলাম। ব্যালট পেপারগুলাকে ও আমার এই নিস্তব্দ কবরের মতোই মনে হলো। আর যারা ভোট দিতে যাবেন তাদের মনে হলো মৃত মানুষ! ভোট নিয়ে আমার আফসোস হলো। আমাদের ভোট চুরি হয়ে গেছে, ভাবতেই মন খারাপ হলো। আমার মেয়েটাকে এই সহজ সরল কথাটা কিভাবে বুঝিয়ে বলি? কিভাবে বলি, 'মা, আমি ভোট দিলেও যা, না দিলেও তা'। কে জিতবে আগেই ঠিক করা।
এই যে নতুন একটা প্রজন্ম আসবে আগামীতে, এরাই নানান ব্যাপারে প্রশ্ন তুলবে। ইতিহাস সাক্ষী থাকবে কারা কিভাবে রাতের আঁধারে আমাদের অধিকার আর মতামত চুরি করে নিয়ে গেছে। উন্নয়নের নামে প্রাণ - প্রকৃতি, পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। লক্ষ হাজার কোটি টাকার লুটপাট করছে কারা, এসব সবাই জানে। কিন্তু অবাক করার ব্যাপার এই জনপদ, এই বাংলা এখন এক অদ্ভুদ মৃত জনপদ। এখানে কেউ টু শব্দটিও করেনা। আমার প্রশ্ন করা মেয়ের যে জেনারেশন ওরা জাগবে কিনা জানিনা। সে সম্ভাবনাও প্রায় নেই। শিক্ষার নামে সারাদেশে যে বলদ বানানোর কারখানা হচ্ছে, সেই আশাটুকুন ও ক্ষীণ।
সাইকেলের প্যাডেল ঘুরিয়ে এই ভোরে যাদের আজ রাস্তায় দেখলাম এরা কেউ ভালো মানুষ না। এদের চেহারায় আর অভিব্যাক্তিতে খাই খাই একটা ভাব। আজ ভোরে রাস্তায় এই মুখ গুলান দেখেই বুঝি এ দেশের নেতৃত্ব কাদের হাতে, আমাদের ভবিষ্যৎ কাদের হাতে। এদের কাউকে তো আমরা নেতা বানাতে চাইনি। কি প্রক্রিয়ায় এরা আমাদের নেতৃত্বে চলে আসছে, কেউ জানতে ও চায়না।
আবারো মন খারাপ হয়। আমার মতো এদেশের বেশীরভাগ লোকেরই মন খারাপ হয়। কিন্তু আমরা ভয়ানক নিশ্চুপ থাকি। এই মাটির নিচে ঘুমিয়ে থাকা ত্রিশ লক্ষ শহীদেরা অভিশাপ দিচ্ছে নিশ্চিত। ভোটের নামে যে বাটপারি করা হচ্ছে আমাদের সাথে এর দায় একদিন কড়ায় গন্ডায় আদায় করা হবে।
অনেক হতাশার মাঝেও আমি স্বপ্ন দেখতে চাই।
ফিরতি পথে নাস্তা নিয়ে বাসায় আসি। গুনগুন করে গান গাই "নবাব নবাবী করে, নেতা নেতাগিরী...."। বাসায় এসে দুরন্ত টিভি ছেড়ে নাস্তা করতে বসি। টিভিতে বাজতে থাকে " আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"। খাবার গিলতে গিলতে নিজেই প্রশ্ন করি নিজেকে, আমি কি আসলেই দেশকে এখন ভালোবাসি? আর যদি নাই বা বাসি, এই না বাসার ভাবটা, দায়টা কারা, কেন, কিভাবে আমার মাথায় ঢুকিয়ে দিলো?
বন্ধু হানিফের ফেসবুক টাইম লাইন থেকে সংগৃহীত
২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
আরািফন বলেছেন: ইভিএম মেশেনি ভোট দেওয়ার শখ ছিলো তাই ১৪ বছর পর ভোট দিতে গেছি, পিঙ্গার দেওয়ার পর বুথে ঢুকার আগে দেখি নৌকার এজেন্ট ভোট দিয়ে দিছে....এরপর তিন চার জনে মিলে জোর করে কেন্দ্র থেকে বাহির করে দিছে । এভাবে আর কত ভোট ডাকাতি?
২| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , এই ব্যথা,ভোট না দেওয়া বা দিতে না যাওয়ার কারন কারো কাছে বলা যায়না। না প্রশাসন না আপনজন।
প্রশাসনকে বললে আপনাকে সরকার বিরোধী আখ্যা দিয়ে পৈত্রিক জানডা নিয়ে নিতে পারে আর আপনজনদের বললে হয় করুনা নয়ত অবিশ্বাস করবে ।
আর আপনি ভোট দিতে যাওয়ার পরও যে ভোট দিতে পারবেন বা সহি -সালামতে ফিরে আসতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই।আর সবশেষে ভোট দেয়ার জন্য বুথে ঢুকতে পারলেও হয়ত দেখবেন অনেক আগেই আপনার ভোট দেয়া হয়ে গেছে ।আবার আপনার-ভোটের কোন দরকারই নেই। কারন যে ভোটে দাড়ায় সে এমনিতেই পাশ করবে ।(আমি সর্বশেষ মেয়র নির্বাচনে ভোট দিতে গিয়ে চরম অভিজ্ঞতা লাভ করেছিনু)।
তাই ভাই,এত সভ ঝামেলার দরকার নেই। পরিবার-আপনজনদের সাথে দরজা বন করে দিনটা কাটান আর নাক-কান-টিভি আজ বন রাখুন।শান্তিতে থাকুন।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজস্ব কোন কেন্ডিডেট ছিলো?
২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
আরািফন বলেছেন: না
৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭
সাসুম বলেছেন: শেখ হাসিনার এফিটাফে লিখা থাকবে- উনি দেশে জবাবহীনতার সংস্কৃতি চালু করেছিলেন যেখানে ছিলনা মানুষের ভোট দেয়ার অধিকার বা কথা বলার অধিকার।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: নির্বাচন, ভোট এসবে দেশের মানুষের মধ্যে কোনো জাগরন তৈরি করতে পারছে না।
৬| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
করুণাধারা বলেছেন: যেসব কথা বললে ঘাবড়ে বিপদ এসে পড়তে পারে সেসব বলার দরকার কী?
নিরাপদে থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: যারা ভোটে দাঁড়াবে তারাই নিজ দায়িত্বে ভোটও নিয়ে নিবে...