নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্ধতার অসুস্থতাকে মেনে নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের!

১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯

ধর্মীয় জ্ঞানে অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত এই জাতির মগজকে মানসিক বন্ধ্যাত্ব গিলে খাচ্ছে প্রতিনিয়ত।
হৃদয়ে ধারণের পরিবর্তে বাহ্যিক খোলসে ধর্মকে সীমাবদ্ধ করে এরা ধর্মের নামে সবকিছু গিলে এসেছে সবসময়।
ধর্মের নামে এরা এখন পুরো জাতিকে গিলে খাওয়ার বিলাসী চিন্তায় মত্ত।

অথচ রাষ্ট্রীয় স্বার্থে এই উগ্র ধর্মান্ধদের উন্মাদনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নেই কারো, কখনো হবেও না।
কারণ ধর্মান্ধতাকে পুঁজি করে অথবা ধর্মান্ধতার সাথে আপোষ করে বছরের পর বছর রাজনীতি করেছে এদেশের সবকটি রাজনৈতিক দল।
তাই ধর্মান্ধতার বশে থেকে আমাদের রাজনৈতিক কর্তারা দেশের ধ্বংসের নিরব দর্শক নয়তো সহযোগী।

এভাবেই এই ধর্মান্ধতার অসুস্থতাকে মেনে নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের!
অসহায় হয়ে দেখতে হবে ক্রমশ ধেয়ে আসা নিজের মৃত্যুকে

ফ্যাক্ট:ব্রাহ্মণবাড়িয়া জুবায়ের আনসারি নামে এক হুজুরের জানাজা এই মহামারীর সময় লাখো লোকের সমাগম...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: ধর্ম নিয়ে কোন সরকার কথা বলবে কারণ ক্ষমতা হারানোর ভয়ে।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৯

সুপারডুপার বলেছেন: ধর্মান্ধরা শহীদ হওয়ার জন্য লাফাচ্ছে। এদের মোটিভ এখন যত বেশি পারা যায় অন্যকে নিয়ে শহীদ হওয়া।

৩| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



যারা ভালো ধর্ম লিখতে পেরেছেন, তারা কিছুটা সুখ শান্তিতে আছেন।

৪| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৭

সোনালি কাবিন বলেছেন: রাগে দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছা করে

৫| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাংলাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কবলে ১০০ চিকিৎসক ও ৫৭ নার্স-
এমনটা দাবি করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
ফলে দেশের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শঙ্কায় পড়তে পারে।

১৮ এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২২,৫০,৭০৯ সুস্থ ৫,৭২,১০৫ মৃত্যু ১,৫৪,২৫৬

৬| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: ধর্মই এই দেশতারে খাইলো।

৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৯

সোনালি কাবিন বলেছেন: রাজীব নুর বলেছেন: নুরু সাহেব থামেন। একই মন্তব্য সবাইকে করে যাচ্ছেন কেন? খুব বিরক্ত লাগছে।

৮| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২২

সোনালি কাবিন বলেছেন: নুরু ষাহেব, এইসব সংবাদ সবাই জানে । যত্তসব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.