নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

মহান বিপ্লবী-চে গুয়েভারার নৃসংস হত্যা দিবস আজ

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০


বিপ্লবীর মৃত্যু হয়-
বিপ্লব বেচে রয়।

“সংগ্রামের জন্য আমি প্রস্তুত, হয়তোবা মৃত্যুর জন্যও। তাতে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমি জানি, আমার ডাক ল্যাতিন আমেরিকার ঘরে ঘরে পৌঁছেছে, পৌঁছেছে প্রতিটি মানুষের সংগ্রামী প্রাণের গভীরে, পৌঁছেছে কঙ্গোয়, আলজেরিয়ায়, ভিয়েতনামে। আমি কোন বন্ধন মানি না, না রাষ্ট্রের, না পরিবারের। সবকিছু নিঃশেষে ছেড়েছি বলেই সবকিছু পেয়ে গেছি আমি। পেয়েছি অসংখ্য মানুষের অন্তরের একান্ত ভালোবাসা, শুনেছি বিপ্লবের অমোঘ আহ্বান সংগীতের মূর্ছনার মতো যা আমার জীবনকে সুধাময় করে তুলছে। মনে পড়ছে জোসে মার্তির সেই ভবিষ্যৎ বাণীর- চুলি¬তে আগুন জ্বালানো হয়েছে, এখন চারদিকে আলো ঠিকই পড়বে।.... বলিভিয়ার জঙ্গলে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি একা নই, আমরা কয়েক জন নই, আমরা লক্ষ লক্ষ, আমরা কোটি কোটি।”
— আর্নেস্টো চে গুয়েভারা —

আর্জেন্টিনায় জন্ম নেয়া চিকিৎসক, লেখক, চিন্তাবিদ, কুটনীতিবিদ, যোদ্ধা, গেরিলা ও কবিকে ৯ অক্টোবর '৬৭ সালে নয়টি গুলি করে হত্যা করে CIA, তখন চের বয়স ৩৯।

বিশ্ব মানবতার জয়গান গাওয়া, অসাম্প্রদায়িকতার কথা বলা, শোষিতের পক্ষে আমৃত্যু লড়াই করে যাওয়া বিপ্লবী, কমরেড চে গুয়েভারা’র ৫১তম মহাপ্রয়াণ দিবসে- বীর যোদ্ধাকে মনের গভির থেকে বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মৃত্যু কখন কোথায় কোন সময় হয় কিছুই জানা নেই আমাদের। আল্লাহ্‌ আমাদের হেদায়াত দান করুন। আমিন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর্জেন্টিনায় জন্ম নেয়া চিকিৎসক, লেখক, চিন্তাবিদ, কুটনীতিবিদ, যোদ্ধা, গেরিলা ও কবিকে ৯ অক্টোবর '৬৭ সালে নয়টি গুলি করে হত্যা করে CIA,
এই আমেরিকা সারা বিশ্বে মানবতার কথা বলে
গনতন্ত্রর কথা বলে ।
.........................................................................
শুভকামনা

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

রাকু হাসান বলেছেন:

কে বলেছে মৃত্যু দিবস ? উনার মৃত্যু নেই । আছেন আমাদের বেঁচে । থাকবেন । শ্রদ্ধাঞ্জলি ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিনম্র শ্রদ্ধা!

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: তার সম্পর্কে বিস্তারিত একটা পোষ্ট দিলে ভাল হত ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বলিভিয়াতে উনি নিজের দলকে সঠিকভাবে গড়ে তুলতে সক্ষম হননি

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: চে'র মতোন আমাদের দেশে একজনও নেই।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৮

অনল চৌধুরী বলেছেন: অনেক ছিলো,এখনো কম হলেও আছে।মুক্তিযুদ্ধে,জাসদের সমাজতন্ত্র করতে গিয়ে আর এরশাদবিরোধী আন্দোলনে তাদের বেশীরভাগই মারা গেছেন।
কিন্ত তাদের কোনো মূল্যায়ন হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.