নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

ধূপপানি, মুপ্পোছড়া, ন—কাটা র্ঝনা, বিলাইছড়ি জোন(ছবি ব্লগ)

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

আদিবাসী ধূপ শব্দের মানে হলো সাদা ধোঁয়া। ধূপপানি মানে সাদা পানির ধোয়া।অনেক উপর থেকে পানির ধারা নিচে পাথরে গায়ে আঁচড়ে পরে এধরনে ধোয়া সৃষ্টি করে সাথে ছোট ছোট রংধনু। অন্য র্ঝণা থেকে এ র্ঝণা আলাদা কারন এটার ভেতরে দিকে খাঁজ আছে, এই পর্যন্ত আমার দেখা বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণার একটি । ঝর্ণাতে যাওয়ার ট্রেইলটা কষ্টকর হলেও এ্যডভেঞ্চারে ভরপুর। র্ঝনার হিম শীতল পানিতে শরীরের সব কষ্ট নিমিষে উধাও হয়ে যেতে বাধ্য । অবশ্য র্ঝণার জল সবসময় আমাকে প্রাশান্তি দেয় ।
চট্রগ্রাম-কাপ্তাই-বিলাইছড়ি-উলুছড়ি-ধুপপানি পাড়া- ধুপপানি ঝর্না সাথে ন-কাটা আর মুপ্পোছড়া তাছাড়া রাতের বেলা লেকের মাঝে নৌকায় ছইয়ে শুয়ে আকাশ দেখার অনুভূতি অসাধরন....

কাপ্তায় থেকে বিলাইছড়ি উদ্দেশ্য যাত্রা


কাপ্তায় লেক

ন-কাটা র্ঝণা

মূপ্পোছড়া



চলতি পথের ছবি

ধূপপানি র্ঝণা

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: খুব মজা করলেন।

অনেক কঠিন নাম....... ধূপপানি, মুপ্পোছড়া, ন—কাটা র্ঝনা

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

আরািফন বলেছেন: নাম যেমন কঠিন ট্রেল টা ও তেমন কঠিন....

২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

আখেনাটেন বলেছেন: বাহ, বেশ এনজয় করেছেন মনে হচ্ছে।

ছবিগুলোও চমৎকার। ভ্রমণ সবসময় ভালো পাই। :D

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: বেশিরভাগই দেখি আপনার ছবি!
সেল্ফি ব্লোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.