নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।
#পায়েলের #হত্যাকারীদের #ফাঁসি #চাই...
অবশেষে পায়েলের ব্যাপারটা যে হত্যা ছিল সেটা খোলাসা হয়েছে। পায়েল আসলেই বাস থেকে নামে। এমন সময় গাড়ি ( হানিফ- ভলভো) জোরে টান দেয়। পায়েল দৌড়ে উঠতে যাওয়ার সময় দরজা বন্ধ হয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে এক পর্যায় ও ছিটকে রাস্তার একপাশে পরে যায়। ওর নাক মুখ ফেটে যায় এবং ঐ সময় ও গাড়ি থামেনি। গাড়ি আরও অনেক দূর গিয়ে থামায়। থামানোর পর গাড়ি থেকে হেল্পার, ড্রাইভার, সুপার ভাইজার নেমে আসে। এবং পায়েল কে ক্লিনিকে ভর্তির বদলে নাকে মুখে ইট পাথর দিয়ে এমন ভাবে মেরেছে যেন চেহারা বোঝা না যায়। এবং পানিতে ফেলে দেয়। এমন সময় ২০ মিনিট গাড়ি থামানো অবস্থায় ছিল। গাড়ি ছাড়ার সময় প্রাইম ব্যাংকের এক কর্মকর্তা যাত্রী জিজ্ঞাসা করে যে সামনের যাত্রী কোথায়? সুপারভাইজার উত্তর দিয়েছিল সে পরের গাড়িতে আসবে।
গতকাল লাশ পাওয়ার পরেও সুপারভাইজার, ড্রাইভার কেও সত্যি কথা বলেনি। তাদের ভাষ্য মতে সবাই ধরে নিয়েছিল দুর্ঘটনাবশত পায়েল মারা গিয়েছে। কিন্তু পরে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল ঘটনা। পায়েলের বডি নিরীক্ষার সময় ডাক্তার বলেছিল পায়েলেরর পানিতে পরার পরেও জীবন ছিল। পানিতে পরার অনেকক্ষণ পর ওর মৃত্যু হয়।
বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ। কারন পুলিশ শুরু থেকেই হত্যাকান্ড বলছিল।
আর এ জারজ গুলোর ফাঁসি চাই,
আপনারা পায়েলের জন্য দোয়া করবেন। ও যেন জান্নাতবাসী হয়। আল্লাহপাক যেন বেহেশত নসিব করেন।
২| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮
দি এমপেরর বলেছেন: বুঝলাম। কিন্তু নাকেমুখে ইট-পাথর মারার উদ্দেশ্যটা কী ছিল? ছেলেটাকে চিকিৎসার ব্যবস্থা না করে তারা কেন মেরে ফেলল? আরেকটু বিস্তারিত লিখলে ভালো হত।
'হেলফার' নয় 'হেলপার'। ঠিক করে দিন।
২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
আরািফন বলেছেন: সড়ক দুর্ঘটনা মারা গেলে ক্ষতিপূরন ২০০০০ টাকা, কিন্তু বেঁচে থাকলে চিকিৎসা খরচ+ জরিমানা দিতে হয় .... তাই বেশি ভাগ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করা হয় শুধু আইনী দূর্রবলতার ...আর পরিবহন মালিক-ড্রাইভার-শ্রমিক-কর্মচারীদের স্বেচ্ছাচারিতার কারনে।
৩| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬
ইব্রাহীম আই কে বলেছেন: আমাদের মানবিকতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে!
৪| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নিউজটা কোথাও পেলাম না লিংক দেয়া যাবে?
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২
আরািফন বলেছেন: ভাই পায়েলর বাসা আর আমার বাসা হালিশহর আই ব্লক একই লেইনএ তাছাড়া পায়েল আমার দূরস্পর্কের খালাতো ভাই ...... গত দুই তিন দৈনিক পত্রিকা গুলো তে কম বেশি খবর আসছে ,আশা করি কষ্ট করে খুঁজে নেবেন অথবা হানিফ পরিবহনের ভলভো এসি গাড়ির নম্বর৯৬৮৭এর ড্রাইভার , সুপার ভাইজার ও হেল্পার গজারিয়া থানায় রিমাণ্ড আছে ওদের কাছে থেকে জেনে নেন ........
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪০
আরািফন বলেছেন: Click This Link
৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫
আল-শাহ্রিয়ার বলেছেন: কাহিনি বুঝলাম না হানিফের ড্রাইভার এবং সুপার ভাইজার কি নেশাগ্রস্ত ছিল? ওই একই বাসে ওই ছেলের এক বন্ধুও একসাথে যাচ্ছিল যার কাছে তার ফোন পাওয়া যায়। তাহলে পায়েল কেন ফোন রেখে বাহিরে গিয়েছিল? পায়েলকে যে হত্যা করা হয়েছে এটা ভালো ভাবেই বুঝছি কিন্তু তার বন্ধু নির্দোষ কিনা বলা যাচ্ছে না। আর ২০ মিনিট বাসে ড্রাইভার বা সুপারভাইজার ছিল না অথচ কোন যাত্রী কোলাহল লড়ে নাই বিষয়টি সন্দেহ জনক।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
আরািফন বলেছেন: বাংলাদেশের পরিবহন সেক্টরে মাদকসেবন একেবারেই ওপেনসেক্রেট। পরিবহনের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তী বিষয়টি জানেন।বিশেষ করে দুরপাল্লার ড্রাইভারদের মধ্যে মাদক সেবন করে না বাংলাদেশে এরকম ড্রাইভার নাকি খুঁজেই পাওয়া দুষ্কর।পায়েল বন্ধু দুজন পিছনে চেয়ারে ঘুমিয়ে ছিল ...... ২০ মিনিট গাড়ি থামানো অবস্থায় যাত্রী জিজ্ঞেস করছিল তখন তারা উত্তর দিয়েছিল গাড়ি পিচনের চাকায় সমস্যা ঠিক করতেছে ,তাছাড়া গাড়ি ছাড়ার সময় জনৈক প্রাইম ব্যাংকের এক কর্মকর্তা যাত্রী জিজ্ঞেস করে যে সামনের যাত্রী কোথায়? সুপারভাইজার উত্তর দিয়েছিল সে পরের গাড়িতে আসবে।
৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২
টারজান০০০০৭ বলেছেন: সত্য হইলে শালারা মানুষ না , পিশাচ ! পরিবহন সেক্টরে নামে বেনামে রাজনৈতিক নেতা , এমপি , মন্ত্রীদের গাড়ি চলে ! তাই পুলিশও তাহাদের কাছে অসহায় ! ইহারা ডাকাতে পরিণত হইয়াছে !
৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: প্রতিটা দুর্ঘটনা আমাকে কষ্ট দেয়।
চালক রা যদি একটু ভদ্রভাবে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনা অনেক কমে যেত।
৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
গরল বলেছেন: এটা কোনভাবেই দূর্ঘটানা নয়, এটা হত্যাকান্ড। পরিবহন ব্যাবসার নেতা যদি হয় ডিপজল, হাজি সেলিম বা শওকত ওসমানের মত জঘন্য লোক তো শ্রমিকরা কেমন হতে পারে তা সহজেই আন্দাজ করা যায়।
২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১
আরািফন বলেছেন: সড়ক-পরিবহনের খাতে প্রসাশন, পরিবহন মালিক-ড্রাইভার-শ্রমিক-কর্মচারীর নৈরাজ্যের । ....ড্রাইভারদের বেপরোয়া গাড়ী চালানো, অসুস্থ প্রতিযোগীতা, আইন-কানুনের তোয়াক্কা না করা, মাদকাসক্ততা যুক্ত, ছিনতাই,ডাকাতি , হত্যা সহ সকল অপরাধের কম বেশি ড্রাইভার-শ্রমিক-কর্মচারীর যুক্ত।
৯| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
আরািফন বলেছেন: পায়েল হত্যার ঘটনায় হানিফ পরিবহনের বাসচালক জালাল, সুপারভাইজার ফয়সাল ও সহকারী জনিকে আটক করেছে পুলিশ।
সূত্রঃ এনটিভি অনলাইন।
১০| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ আরিাফন-- আমি ড্রাইভার হেলপারদের কাছে কেন খুজতে যাব?????- আমি আপনার লেখাটা দেখে অনলাইনে খুজাখুজি করছিলাম পাইনি সে জন্য লিংক চেয়েছিলাম। তার মানে এই নয় যে আমি আপনার লেখাটাকে অবিশ্বাস করছি। আরও সংযত হউন।
২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
আরািফন বলেছেন: ভাই আঘাত যখন আপন মানুষের উপর তখন আর সংযত থাকা যায় না....যাই হোক "পায়েল হত্যার বিচারের দাবিতে ২৭জুলাই ২০১৮ শুক্রবার সকাল ১০ টায় চট্রগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে , উক্ত মানববন্ধনে সর্বস্তরের সকলের উপস্থিতি বিশেষভাবে কাম্য।"
১১| ২৬ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। আমি পড়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম। এত অকারনে এই ছেলেটাকে খুন করা হলো, মায়ের বুক খালি করে দেয়া হলো!!!! ছেলেটার ছবি দেখে খুব নিরীহ মনে হয়। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, এবং তার পরিজনকে এই গভীর শোক সামলানোর সামর্থ্য দান করেন।
১২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩
তৌহিদুর৮৭৬ বলেছেন: "মানবিকতা" তুমি কি একটি শব্দ !? তোমার স্থান বাংলা ডিকশানারির কত নম্বর পাতার কত অনুছ্ছেদে ?
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০
আহমেদ জী এস বলেছেন: আরািফন ,
নির্মম ও নিষ্ঠুর । জড়িতদের নাক-মুখও ইট দিয়ে থেতলে দেয়া উচিৎ ।
পায়েলের জন্যে প্রার্থনা রইলো প্রশান্তির ।